স্টাফ রিপোর্টার, কলকাতা: ভোটের মুখে তৃণমূলে যোগ দিলেন টলি নায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়৷ বুধবার তৃণমূল ভবনে তাঁর হাতে ঘাসফুলের ঝাণ্ডা তুলে দিলেন তৃণমূলের মহাসচিব তথা শিক্ষা পার্থ চট্টোপাধ্যায়, মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং মন্ত্রী ব্রাত্য বসু। সূত্রের খবর, তৃণমূলে যোগ দিতে পারেন দুই প্রাক্তন আমলাও।
এ দিন যোগদান করার পরে সংবাদিক সম্মেলনে সায়ন্তিকা বলেন, ‘ খুব একটা গুছিয়ে কথা বলতে পারি না। শিখে নেব। ১০ বছর ধরে সঙ্গে ছিলাম। আজ অফিশিয়ালি দলে যোগ দিলাম। মমতা বন্দোপাধ্যায় সুযোগ করে দিয়েছেন। আমাকে যে দায়িত্ব দেওয়া হবে, আশা করি সেটা পালন করব। মানুষের সেবা করব। সঠিক সময় এসেছে, বাংলার মানুষের ইচ্ছা প্রকাশ করার।’ সায়ন্তিকা আরও বলেন, ‘‘সকলের কাছে আমার আবেদন, এগিয়ে এসে দিদির পাশে দাঁড়ান। বাংলা কিন্তু নিজের মেয়েকেই চায়।’’ এখন দেখার, সায়ন্তিকার পর আরও কোনও টলি-তারকা তৃণমূলে যোগ দেন কিনা। প্রসঙ্গত, এদিন সায়ন্তিকাকে তৃণমূল ভবনে নিয়ে আসেন মমতার ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়।
সম্প্রতি হুগলির সাহাগঞ্জে মুখ্যমন্ত্রীর সভায় তৃণমূলে যোগ দেন একঝাঁক তারকা- রাজ চক্রবর্তী, মানালি দে , সায়নী ঘোষ, পরিচালক সুদেষ্ণা রায়, জুন মালিয়া, কাঞ্চন মল্লিক , অনন্যা চক্রবর্তী, মনোজ তিওয়ারি , সৌমিক দে (ফুটবলার) প্রমুখ। তার আগে বর্ষীয়ান অভিনেতা দীপঙ্কর দে, ভরত কল, সৌরভ দাস, পিয়া সেনগুপ্ত, কৌশানি, রণিতা দাস, সৌপ্তিক, দলে যোগদান করেছিলেন।
একুশের বিধানসভা নির্বাচনে পদ্ম কিংবা ঘাসফুল শিবির, কেউই কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ! অতঃপর দুই দলের তরফেই নির্বাচনী প্রচারে ‘স্টার-স্ট্র্যাটেজি’ তুঙ্গে! শুধুমাত্র তৃণমূলে নয়। একের পর এক চমক রয়েছে বিজেপিতেও। সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন একদা তৃণমূল ঘনিষ্ঠ অভিনেতা রুদ্রনীল ঘোষ, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, অভিনেতা যশ দাশগুপ্ত, অভিনেত্রী পায়েল সরকার, অভিনেত্রী পাপিয়া অধিকারী, সৌমিলী বিশ্বাস, কৌশিক রায়। জল্পনা, এই তারকাদের এবার ভোটের ময়দানেও প্রত্যক্ষ ভাবে নামাবে দু’দল।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.