শুধু মোদী, শাহ, নাড্ডার উপর ভর করে ভোট হবে না। বঙ্গের নেতাদেরও দক্ষ করে তুলতে নতুন কর্মসূচি শুরু করল বঙ্গ বিজেপি। সুবক্তা তৈরির প্রশিক্ষণ শুরু হয়েছে জেলা জেলায়। জেলা থেকে শহর, পঞ্চায়েত এলাকা থেকে পুর এলাকা কোথায় কেমন বক্তব্য রাখা উচিত তা শেখানো হচ্ছে বিজেপি নেতাদের। এলাকা ভিত্তির বক্তব্যে কেমন হেরফের হবে সব কিছু খুঁটিনাটি বুঝিয়ে প্রশিক্ষণ শুরু হয়েছে।