আসানসোলের তিন কাউন্সিলরের যোগ বিজেপিতে
মঙ্গলবার বিজেপিতে যোগ দিয়েছিলেন আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি। আর পরের দিনই আসানসোলের বড় ভাঙন তৃণমূলে। এদিন বিজেপির হেস্টিংস অফিসে গিয়ে বিজেপিতে যোগ দেন আসানসোলের তিন তৃণমূল কাউন্সিলর। সাধন পাল, অমিত তুলসিয়ান-সহ তিন কাউন্সিলর দিলীপ ঘোষের হাত থেকে বিজেপির পতাকা তুলে নেন। সূত্রের খবর অনুযায়ী জিতেন্দ্র তিওয়ারি এবার পাণ্ডবেশ্বর থেকে বিজেপির প্রার্থী হতে পারেন। তিনি আগের বারে পাণ্ডবেশ্বর থেকেই তৃণমূলের টিকিটে নির্বাচিত হয়েছিলেন।
আদিবাসী সংগঠনেও ভাঙন
এদিকে আদিবাসীদের সংগঠনেও ভাঙন ধরিয়েছে বিজেপি। আদিবাসী বিকাশ পরিষদের নেতা মহিম সর্দারের নেতৃত্বে ৫১ জন নেতা-কর্মী এদিন বিজেপিতে যোগ দিয়েছেন।
সমস্ত স্তর থেকে বিজেপিতে আহ্বান
এদিন দিলীপ ঘোষ বলেছেন, তাঁরা সমাজের সব স্তর থেকে মানুষদের বিজেপিতে যোগ দিতে আহ্বান জানাচ্ছেন। সবস্তরের মানুষের জন্য বিজেপির দরজা খোলা বলেও মন্তব্য করেছেন তিনি।
বিজেপির সরকার অপেক্ষা করছে
একের পর এক দলবদল চলছে। দলবদলের ক্ষেত্রে পাল্লা ভারী কার্য বিজেপির দিকেই। যা নিয়ে খুশি বিজেপির সব পর্যায়ের নেতা থেকে কর্মী সবাই। এদিন বিজেপি মুখপত্র শমীক ভট্টাচার্য বলেছেন, bjp govt is waiting.