মোদীর ব্রিগেডে সৌরভের উপস্থিতি নিয়ে জল্পনা
আগামী রবিবার ব্রিগেডে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই থাকতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এমনটাই জল্পনা। যদিও একাধিক সংবাদমাধ্যমে মহারাজ জানিয়েছেন, তিনি রাজনীতিতে আসছেন না। এমনকি, ব্রিগেডেও থাকছেন না। গোটা বিষয় নিয়ে মুখ খুলেছেন দিলীপ ঘোষ। বিজেপি-র রাজ্য সভাপতি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন, "সৌরভের ব্রিগেডে আসা নিয়ে আমার কাছে কোনও খবর নেই" । এমনকি এই বিষয়ে তাঁর সঙ্গে কোনও আলোচনা হয়নি বলেও জানিয়ছেন দিলীপ ঘোষ। তবে সবটাই জল্পনা বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।
রাজভবনে যাচ্ছেন সৌরভ? খবর ঘিরে জল্পনা
এই জল্পনার মধ্যেই খবর ছড়িয়ে পড়ে যে রাজভবনের উদ্দেশ্যে যাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কেন রাজভবনে যাচ্ছেন তিনি তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। খবর ছড়িয় পড়ার পর রাজভবনের বাইরে বাড়ানো হয়েছে নিরাপত্তা।
ডিসেম্বর রাজভবনে যান সৌরভ
এর আগে গত ২৭ ডিসেম্বর একই ভাবে রাজভবনে যান সৌরভ গঙ্গোপাধ্যায়। রাজ্যপালের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। গতবারও রাজ্যপালের সঙ্গে দেখা করার পর প্রাথমিকভাবে মুখ খুলতে চাননি বেহালার বাঁ-হাতি। তবে জানিয়ে রাখেন, সৌজন্য সাক্ষাত ছিল। রাজ্যপালকে ইডেন পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছেন তিনি। এ বারের কারণ অবশ্য এখনও জানা যায়নি। তবে তাৎপর্যপূর্ণভাবে ডিসেম্বরে সৌরভ রাজভবনে যান। এবং ঠিক পরের দিনই উড়ে যান দিল্লিতে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে যোগ দেন। সেবারও তাঁর বিজেপি যোগ নিয়ে জল্পনা তৈরি হয়েছিল।
খবর নেওয়া মানেই রাজনীতিতে আসা নয়!
দিল্লি থেকে ফেরার পর গত কয়েকদিন আগেই অসুস্থ হন সৌরভ। একবার নয়, একাধিকবার অসুস্থ হন মহারাজ। তাঁর বুকে বসানো হয় একাধিক স্টেন। সৌরভের অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করেন অমিত শাহ। একাধিকবার শারীরিক অবস্থার খোঁজ নেন। এমনকি এইমস থেকে চিকিসক পাঠানোর কথাও বলেন তিনি। সেই সময় প্রশ্ন ওঠে যে সম্ভবত বিজেপিতেই যাচ্ছেন সৌরভ। তবে এই প্রসঙ্গে অমিত শাহ জানিয়েছিলেন, কারোর শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার মানেই কি রাজনীতিতে আসা! সৌরভ রাজনীতিতে আসছেন বলে তাঁর কাছে কোনও খবর নেই বলেই জানিয়েছিলেন অমিত শাহ।