'আপনারা সাভারকারকে ভারতরত্ন দেননি, আপনারা আমাদের শিক্ষা দেন নাম বদল নিয়ে?' মহারাষ্ট্র বিধানসভার অন্দরে ঠিক এই ভাষাতেই বিজেপিকে তুমুল আক্রমণ করেন উদ্ধব ঠাকরে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা শিবসেনা প্রধান উদ্ধব এদিন একহাত নেন বিজেপিকে।
প্রাক্তন শরিক বিজেপির উদ্দেশে এদিন মহারাষ্ট্র বিধানসভায় শিবসেনা প্রধান বলেন,' দু'বার চিঠি পাঠানো হয়েছে সাভারকারেরকে ভারত রত্ন দেওয়ার জন্য। কে দেয় ভারত রত্ন? এটা প্রধানমন্ত্রীর ও কমিটির অধিকার ।' উদ্ধব বলেন, হিন্দুত্বের আদর্শকে প্রচার করার মূল কাণ্ডারী বিনয়ক দামোদর সাভারকার। আর তাঁকেই বিজেপি সরকার ভারত রত্ন দিতে পারছে না।
হিন্দুত্ব প্রসঙ্গ ছাড়াও, এদিন কৃষি আন্দোলন নিয়েও মুখ খোলেন উদ্ধব। তিনি বলেন কাঁটার যে তার সীমান্তে থাকার কথা , সেই তার এখন দিল্লি আর কৃষকদের মাঝে লাগানো হচ্ছে। সীমান্তে এই তারের কাঁটা জোরালো হলে চিন ভারতে পা রাখতে পারত না। এরপরই সুর তুলে শিবসেনা প্রধান বলেন, দেশ বিজেপির সম্পত্তি নয়। শুধু 'ভারত মাতা কি জয়' বললেই হয়না, দেশের প্রতি ভালোবাসা থাকতে হয়। এই প্রসঙ্গে উদ্ধব বলেন, 'আপনারা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সরকার গড়লেন। ক্ষমতা ভাগ করলেন তাদের সঙ্গে। তখন আপনাদের হিন্দুত্ব কোথায় ছিল?' উদ্ধব প্রশ্ন তোলেন কতজন কাশ্মীরি পণ্ডিতকে বিজেপি ঘরে ফিরিয়েছে , সেই প্রসঙ্গে।