সোনার দাম ৩ মার্চ
সোনার দাম মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে ১০ গ্রামে হয়েছে আজ ৪৫,৩০৪ টাকা। ১০ গ্রামে কমেছে ২৪৪ টাকা। শতাংশের বিচারে আজ সোনার দামে ০.৫৪ শতাংশ কমতি দেখা গিয়েছে। ফলে সোনার দাম গত ২০২০ সালে রেকর্ডের থেকে ১১ হাজার টাকা সস্তা হয়েছে।
রুপোর দাম
রুপোর দাম এদিন ১ কেজিতে হয়েছে ৬৭, ৮৫০ টাকা। কেজি প্রতি এদিন রুপোরর দর বেড়েছে ৫১১ টাকা। ফলে রুপোর দাম বেড়েছে ০.৭৬ শতাংশ।
সোনার দাম কলকাতায়
কলকাতায় সোনার দাম ২২ ক্যারেটে ৪৪,৯১০ টাকা হয়েছে। ২৪ ক্যারেটে দাম হয়েছে ৪৭,৬১০ টাকা। এদিকে, আন্তর্জাতিক বাজারেও স্পট গোল্ডের দাম নামতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে মার্কিন। যুক্তরাষ্ট্রের রিলিফ বিলের দিকে তাকিয়ে সকলে।
অন্যান্য শহরে সোনার দাম
চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪২,৯৩০ টাকা। ২৪ ক্যারেটে সোনার দাম ৪৬,৮৩০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৪,৩৭০ টাকা। ২৪ ক্যারেটে দাম ৪৫,৩৭০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৪,৬০০ টারা। ২৪ ক্যারেটে দাম ৪৮,৬৫০ টাকা।
(তথ্য সূত্র -গুড রিটার্নস)