বসিরহাটে তৃণমূলের ভাঙ্গন, প্রায় দুই শতাধিক কর্মী যোগ দিলেন বিজেপিতে

গত শুক্রবারই নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে তবুও অব্যাহত রয়েছে দল পরিবর্তনের ধারা। নির্বাচনের মুখেই বসিরহাটের তৃণমূলের ভাঙ্গন, প্রায় দুই শতাধিক তৃণমূলকর্মী যোগ দিলেন বিজেপিতে।

বসিরহাটের বিজেপি সংগঠন সূত্রে জানা গিয়েছে, আগামী ৭ তারিখের ব্রিগেডের জনসভা সফল করতে বসিরহাট পৌরসভা ১৫ নম্বর ওয়ার্ডের মৈত্র বাগান এলাকায় একটি পথ সভার আয়োজন করা হয়। এই পথসভায় প্রায় দুই শতাধিক তৃণমূল কংগ্রেসের কর্মী বিজেপিতে যোগদান করলেন।

তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি তারক ঘোষ। বসিরহাট সাংগঠনিক জেলার বিজেপি নেতা পার্থসারথী বসু ওরফে কাবাব। এছাড়া দলের একাধিক নেতৃত্বরা উপস্থিত ছিলেন। আগামী ১৭ এপ্রিল বসিরহাটের বিধানসভা ভোট ভোটের আগেই বিজেপির আরো শক্তিশালী হলো বলে মনে করছে বিজেপি নেতৃত্ব।

More বিজেপি News