দ্বিতীয় স্থানে রাহুল
আইসিসি-র সদ্য প্রকাশিত টি-টোয়েন্টি তালিকার দ্বিতীয় স্থানেই রয়েছেন ভারতের উইকেটরক্ষক তথা ব্যাটসম্যান কেএল রাহুল। তাঁর রেটিং ৮১৬। তালিকার প্রথম স্থানে অবস্থান করা দাউদ মালান ৯১৫ রেটিং নিয়ে তালিকার প্রথম স্থানে অবস্থান করছেন। তৃতীয় স্থানে অবস্থান করছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তাঁর রেটিং ৮০১।
উঠে এলেন বিরাট
আইসিসি টি-টোয়েন্টি ক্রমতালিকায় অনেকটা উঠে এলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ৬৯৭ রেটিং নিয়ে তিনি তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করছেন। ৭৮৮ রেটিং নিয়ে তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। পঞ্চম স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার রেইজে ভ্যান ডার ডুসেনের রেটিং ৭০০।
বোলারদের তালিকায় নেই ভারতীয়
আইসিসি-র সদ্য প্রকাশিত টি-টোয়েন্টি ক্রমতালিকার বোলিং বিভাগে কোনও ভারতীয় স্থান পাননি। ৭৩৬ রেটিং নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন আফগানিস্তানের রশিদ খান। ৭৩৩ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার তাবারেজ সামসি। তৃতীয় স্থানে থাকা আফগানিস্তানের মুজিব উর রহমানের রেটিং ৭৩০।
দলগত ক্রমতালিকা
আইসিসি ক্রমতালিকার দলগত বিভাগের শীর্ষে রয়েছে ইংল্যান্ড। তাদের রেটিং ২৭৫। তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে অস্ট্রেলিয়া ও ভারত।