শুভেন্দু নাকি নন্দীগ্রামের নায়ক, এবার তার প্রমাণ হবে
প্রশান্ত কিশোর মনে করেন, শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের কাছে ততটা ধাক্কা নয়। প্রশান্ত কিশোর বলেন, "শুভেন্দু অধিকারী নিজের মহিমাকে ব্যাপকভাবে ছাড়িয়ে দিতে সমর্থ হয়েছিলেন, কিন্তু ততটা তিনি নন। তাঁকে বলা হয়েছিল তিনি নন্দীগ্রামের নায়ক। এবারই তার প্রমাণ হবে।
চ্যালেঞ্জ তো স্বয়ং নেত্রী দিয়েছেন, তা গ্রহণ করুন
প্রশান্ত কিশোরের কথায়, শুভেন্দুকে নিয়ে এমন প্রচার হয়েছিল, যেন মনে হচ্ছিল, তিনিই নন্দীগ্রাম আন্দোলন করেছেন, দিদি নন। এখন দিদি নন্দীগ্রামে প্রতিদ্বন্দ্বিতা করছেন। শুভেন্দু যদি নন্দীগ্রামের নায়ক হন, তবে মমতা বন্যোন পাধ্যায়কে পরাজিত করে দেখান। সেই চ্যালেঞ্জ তো স্বয়ং নেত্রী দিয়েছেন, তা গ্রহণ করুন।
পিকে একপ্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দুকে
প্রশান্ত কিশোর বলেন, "২ মে একুশের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হবে। সেদিনই বোঝা যাবে শুভেন্দু অধিকারী কতটা ক্ষেত্র তৈরি করতে পেরেছেন এবং কতটা ধরে রাখতে সমর্থ হয়েছেন। তৃণমূলের ভোট কৌশলী একপ্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দুকে। আসন্ন নির্বাচনে নন্দীগ্রাম কার, তার প্রমাণও হয়ে যাবে।
শুভেন্দু তোপ দেগেছিলেন পিকে আর অভিষেককে
শুভেন্দু অধিকারী দল ছাড়ার আগে এবং পরে দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছিলেন, তৃণমূলের কর্তৃত্ব এখন প্রশান্ত কিশোর ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে। প্রশান্ত কিশোর ও অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে ছিনিয়ে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। যতদিন তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় ও সুব্রত বক্সির হাতে ছিল, ঠিক ছিল।
মমতা থাকাকালীন তৃণমূলের নিয়ন্ত্রণ নিতে পারবেন না কেউ
প্রশান্ত কিশোর শুভেন্দুর ওই বার্তার জবাবে সাফ জানান, তৃণমূল কংগ্রেসের কর্তৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়েরই আছে। তৃণমূলের ভোট কৌশলবিদ মনে করেন, "মমতা বন্দ্যোপাধ্যায় পুরোপুরি সক্রিয় থাকাকালীন, কেউ তৃণমূলের নিয়ন্ত্রণ নিতে পারবেন না। এই দলের সুপ্রিমো তিনি। সবাই তাঁর দলে সৈনিক হিসেবেই কাজ করে।"
মমতা বন্দ্যোপাধ্যায় ফের বাংলার ক্ষমতাসীন হবেন
ভোট কৌশলী প্রশান্ত কিশোর সম্প্রতি তাঁর দাবি পুনর্ব্যক্ত করে বলেছেন, শাসক দল তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের বাংলার ক্ষমতাসীন হবেন। এক সর্বভারতীয় চ্যানেলের সাক্ষাৎকারে তিনি বলেছেন, বিজেপি যদি বাংলায় ক্ষমতায় আসে বা ১০০টির বেশি আসন জিততে পারে তবে তিনি এই চাকরি ছেড়ে দেবেন এবং ভিন্ন কিছু করবেন।