নরেন্দ্র মোদীর মাকে লাইভ শোতে কুরুচিকর মন্তব্যের জের, 'বয়কট বিবিসি'র ট্রেন্ড টুইটারে

বিবিসির এশিয়ান নেটওয়ার্কের 'বিগ ডিবেট' রেডিও শোতে এক কলারের মন্তব্য ঘিরে সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। টুইটারে ট্রেন্ড করতে শুরু করে দিয়েছে 'বয়কট বিবিসি'। বিবিসির অনুষ্ঠানের অডিও ক্লিপ ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। আর তার জেরেই জোরকদমে সমালোচনা শুরু হয়েছে দেশজুড়ে।

প্রসঙ্গত, বিবিসির ওই শোতে বিতর্কের বিষয় ছিল ইউকেতে ভারতীয় ও শিখদের বিরুদ্ধে জাতিবিদ্বেষ। কৃষক আন্দোলনের মাঝে চলা এই অনুষ্ঠানের বহু শ্রোতাও ছিলেন। সেই সময় সিমন নামের এক শ্রোতরা ফোন আসে রেডিওরপ লাইভ শোতে। তিনিই ভারতের প্রধানমন্ত্রীর মাকে উদ্দেশ্য করে ন্যাক্কারজনক মন্তব্য করতে থাকেন। মুহূর্তে নরেন্দ্র মোদীর মা হীরাবেনের নামে এমন মন্তব্য আসায় সঞ্চালক অন্য প্রসঙ্গের দিকে এগিয়ে যান। তবে ততক্ষণে যা সমস্যা হওয়ার তা ঘটে গিয়েছে।

এরপর সোশ্যাল মিডিয়ায় প্রবল সমালোচনার ঝড় ওঠে। 'বিবিসি'র বিরুদ্ধে সরব হতে থাকেন অনেকেই। অনেকেই বিবিসিকে ভারতে নিষিদ্ধ করার ডাক দেন। এরপর থেকেই 'বয়কট বিবিসি' হ্যাশট্যাগ ট্রেন্ড করতে থাকে সোশ্যাল মিডিয়ায়।

More NARENDRA MODI News