আমদাবাদ: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের চতুর্থ তথা শেষ টেস্ট শুরু হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি৷ কিন্তু তার মধ্যেই তৃতীয় টেস্টের পিচ নিয়ে প্রশ্ন ঘুর পাক খাচ্ছে৷ অজিঙ্ক রাহানের পর মোতেরার পিচ নিয়ে মুখ খুললেন বিরাট কোহলি৷

বৃহস্পতিবার থেকে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড সিরিজের শেষ টেস্ট৷ কিন্তু মাত্র দু’দিনে পিঙ্ক বল টেস্ট শেষ হওয়া যাওয়া নিয়ে এখনও বিতর্ক থামছে না৷ বুধবার প্রাক ম্যাচ ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে ক্যাপ্টেন কোহলি সমালোচকদের জবাব দিলেন৷ মঙ্গলবার প্রাক্তন ইংরেজ তারকা মাইকেল ভন ও অ্যান্ড্রু স্ট্রসদের পিচের সমালোচনার জবাব দিয়েছিলেন কোহলির ডেপুটি অজিঙ্ক রাহানে৷ আর এদিন ক্যাপ্টেন কোহলি বলেন, ‘আমি ভেবে পাই না, পিচ এবং ক্রিকেট বল কেন ফোকাসে থাকে৷ এটা ব্যাটসম্যানদের দক্ষতার উপর নির্ভর করে যে, পিচে ঠিকমত খেলতে পারছে কিনা৷ দুই দলের ব্যাটিং bizarre display দেখা গিয়েছিল৷ আমি দীর্ঘদিন ধরে খেলায় মাঠে কি হয়, তা বুঝতে পারছি৷

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথমে টেস্ট হেরে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ভারত৷ দ্বিতীয় টেস্টে ৩১৭ রানে জেতার পর তৃতীয় টেস্টে ১০ উইকেটে জেতে টিম কোহলি৷ পিঙ্ক বল টেস্টে মাত্র দু’দিনেই ইংরেজদের গুটিয়ে দিয়েছে টিম ইন্ডিয়া৷ ভারতীয় স্পিনারদের সামনে অসহায় আত্মসমপর্ণ করেন ইংরেজ ব্যাটসম্যানরা৷ প্রথম ইনিংসে ১১২ এবং দ্বিতীয় ইনিংসে মাত্র ৮১ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ড ইনিংস৷ দু’দিনের কম সময়ে টেস্ট হয়ে যাওয়ার পর বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামের পিচ নিয়ে সমালোচনার মুখর হয় নিন্দুকেরা৷

তারই পালটা দিয়ে কোহলি বলেন, ‘অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সফরে থাকাকালীন আমাকে যদি কেউ হোম অ্যাডভান্টেজ নিয়ে জিজ্ঞেস করলে, আমি খুশি হই৷ কারণ আমি জানি ওখানে টার্নি ট্র্যাক দেখা যায় না৷ এবার আমি এবার জিজ্ঞেস করতে চাই, তোমরা ম্যাচ জিততে চাও, না পাঁচদিনের মনোরঞ্জন দিতে চাও৷ আমি কিন্তু ম্যাচ জিততে চাই৷ লোকেরা ভারতের জয় উপভোগ করতে চাই৷ তাতে ম্যাচ ক’দিনে শেষ হল সেটা বিষয় নয়৷ আগের ম্যাচেও রান উঠেছিল৷ সুতরাং একটি ম্যাচ নিয়ে সমালোচনা করা উচিত নয়৷’

চার টেস্টের সিরিজ ২-১ এগিয়ে থেকে শেষ ম্যাচে নামছে কোহলি অ্যান্ড কোং৷ আমদাদাবাদে এই টেস্ট ড্র করতে পারলেই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতবে ভারত৷ শুধু তাই নয়, সেই সঙ্গে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যাবে টিম ইন্ডিয়া৷

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

করোনা পরিস্থিতির জন্য থিয়েটার জগতের অবস্থা কঠিন। আগামীর জন্য পরিকল্পনাটাই বা কী? জানাবেন মাসুম রেজা ও তূর্ণা দাশ।