কুণাল ঘোষের বয়ানে অসঙ্গতি পেল ইডি, সারদাকাণ্ডের তদন্তে ফের ঘুরে গেল 'ফোকাস'

আজ সকাল ১০টা ৫৫ মিনিট নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে আসেন কুণাল ঘোষ। সিজিও কমপ্লেক্সে ঢোকার সময় কুণাল ঘোষ জানান, তিনি তদন্ত সহযোগিতা করবেন। তবে ঠিক কী কারণে তাঁকে ডাকা হয়েছে, তা এখনও পরিষ্কার নয় তৃণমূল মুখপাত্রের কাছে। তবে সূত্র মারফত জানা যায়, কুণাল ঘোষের বয়ানে এদিন অসঙ্গতি মেলে।

সারদাকাণ্ডের তদন্তে নেমে একাধিক নতুন তথ্য পেয়েছে ইডি

ইডি সূত্রে খবর, সারদাকাণ্ডের তদন্তে নেমে একাধিক নতুন তথ্য পেয়েছে ইডি। সেই নিয়েই জিজ্ঞাসাবাদ করতে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষকে ডাকা হয়েছে৷ ইতিমধ্যেই সারদা মামলায় একাধিক নথিপত্র এবং পেনড্রাইভ সংগ্রহ করেছেন ইডির আধিকারিকরা৷ সেই নিয়েই ইডির আধিকারিকরা কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন।

সারদা কাণ্ডে একাধিকবার টাকার হাতবদল হয়

ইডি মনে করছে, তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদ করে একাধিক এই বিষয়ে তথ্য পাওয়া যেতে পারে৷ ইডি সূত্রের খবর, সারদা কাণ্ডে একাধিকবার টাকার হাতবদল হয়। সেই টাকার লেনদেন সম্পর্কে কুণাল ঘোষকে তারা জিজ্ঞাসাবাদ করতে চায়। তারা কুণাল ঘোষের বয়ান রেকর্ড করলেও করতে পারে।

সারদা মামলায় গ্রেফতার হয়েছিলেন কুণাল ঘোষ

সারদা মামলায় গ্রেফতার হয়েছিলেন কুণাল ঘোষ৷ সেই সময় তাঁকে তৃণমূল কংগ্রেস ও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিকবার সরব হতে দেখা গিয়েছে৷ তৃণমূল তাঁকে সাসপেন্ডও করে৷ কয়েকমাস আগে তিনি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হয়েছেন৷ ইদানীং দলের হয়ে তিনি সভা থেকে সংবাদমাধ্যম, সর্বত্র সমালোচনা করছেন বিরোধীদের৷ ফলে ভোটের মুখে তাঁকে কেন তলব করা হল, তা নিয়ে ফের সরগরম রাজ্য রাজনীতি৷

পূর্ণ সহযোগিতা করবেন বলে জানিয়েছেন কুণাল

এর আগে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষৎকারে কুণাল ঘোষ জানিয়েছিলেন, তাঁর ধারণা ইডির কাছে সারদা মামলার সমস্ত নথিই রয়েছে। তবুও তাঁকে ফের ডেকে পাঠানো হয়েছে। কুণাল ঘোষ আগেই জানিয়েছেন যে তিনি এবার ইডির সামনে সুদীপ্ত সেনের চিঠি পেশ করবেন। তিনি জানিয়েছিলেন তদন্তে পূর্ণ সহযোগিতা করবেন। তবে এবার তাঁর বক্তব্যেই অঙ্গতি খুঁজে পায় ইডি।

More SARADA News