আমেদাবাদের মোতেরায় ভারত-ইংল্যান্ড সিরিজের চতুর্থ তথা শেষ টেস্ট শুরু বৃহস্পতিবার থেকে। এই টেস্ট ড্র রাখলেই সিরিজ জয়ের পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার টিকিট হাতে পেয়ে যাবে ভারত। তবে কোনওভাবেই এই টেস্ট হারা চলবে না। গুরুত্বপূর্ণ এই টেস্ট শুরুর আগে অবশ্য হাসপাতালে ছুটতে হলো ভারতীয় ক্রিকেট দলের কোচ রবি শাস্ত্রীকে।
আজ আমেদাবাদের অ্যাপোলো হাসপাতালে যান রবি শাস্ত্রী। তবে উদ্বেগের কিছু নেই। ৫৮ বছরের শাস্ত্রী এদিন হাসপাতালে যান করোনা ভ্যাক্সিনের প্রথম ডোজ নিতে। এরপর সোশ্যাল মিডিয়াতে তিনি লেখেন, করোনা ভ্যাক্সিনের প্রথম ডোজ নিলাম। যে চিকিৎসক ও বিজ্ঞানীদের ভূমিকার জন্য অতিমারির বিরুদ্ধে লড়তে আমাদের দেশ সক্ষম হয়েছে তাতে সকলকে ধন্যবাদ জানাই। আমেদাবাদের হাসপাতালটিতে যেভাবে কান্তাবেন ও তাঁর টিমের সকলে অত্যন্ত দক্ষতার সঙ্গে করোনা ভ্যাক্সিন দেওয়ার প্রক্রিয়া চালাচ্ছেন তা দেখে ভালো লাগছে।
রবি শাস্ত্রী এদিন করোনা ভ্যাক্সিন নিলেও ভারতীয় দলের অন্য কোনও সাপোর্ট স্টাফ এদিন ভ্যাক্সিন নিয়েছেন কিনা তা স্পষ্ট নয়।
ছবি- ইনস্টাগ্রাম