মুম্বই: জনপ্রিয় তেলেগু অভিনেত্রী রাশি খান্নার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন টিম ইন্ডিয়ার স্পিডস্টার জসপ্রীত বুমরাহ। আর সেই বিবাহের প্রস্তুতির কারণেই চতুর্থ টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ‘বুম বুম’। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর তেমনটাই।
উল্লেখ্য, তৃতীয় টেস্টের পরেই ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের অন্তিম টেস্ট সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ডানহাতি পেসার। বোর্ডের কাছে ব্যক্তিগত কারণে ছুটি চেয়ে নিয়েছিলেন তিনি। কিন্তু সঠিক কী কারণে এই স্পিডস্টার ছুটি নিয়েছেন সামনে আসছিল না কিছুতেই। অবশেষে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক সূত্র মারফৎ দাবি করা হয়েছে বিবাহ প্রস্তুতির কারণেই অন্তিম টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বুমরাহ।
বুমরাহ নাকি বিয়ে করতে চলেছেন জনপ্রিয় তেলেগু অভিনেত্রী রাশি খান্নাকে। ২০১৩ জন আব্রাহাম, নার্গিস ফাকরি অভিনীত হিন্দি ছবি ‘মাদ্রাস ক্যাফে’তে বিশেষ ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। এএনআই জানিয়েছে, ‘বিসিসিআই’য়ের একটি সূত্র এএনআই’কে নিশ্চিত করেছেন শীঘ্রই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন ভারতীয় পেসার। সেই কারণেই চতুর্থ টেস্টের আগে তিনি ছুটি চেয়ে নিয়েছেন। উনি বিসিসিআই’কে জানিয়েছেন তিনি বিয়ে করতে চলেছেন আর বিশেষ দিনের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্যই ছুটি নিয়েছেন।’
উল্লেখ্য, পিঠের চোটের কারণে ২০১৯ শেষ কয়েকমাস আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিশ্রামে ছিলেন বুমরাহ। ২০২০ জানুয়ারিতে ক্রিকেটে ফিরলেও লকডাউনের কারণে স্তব্ধ হয়ে যায় ক্রীড়াবিশ্ব। এরপর মরুশহরে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে খেতাব জিতে বুমরাহ উড়ে গিয়েছিলেন অস্ট্রেলিয়া সফরে। সেখানে টেস্ট সিরিজে তিন ম্যাচে ১১ উইকেট নিয়ে দেশের ঐতিহাসিক টেস্ট জয়ের অন্যতম কান্ডারি ছিলেন বছর সাতাশের এই স্পিডস্টার। তবে তলপেটে সমস্যার কারণে গাব্বায় চতুর্থ টেস্ট খেলতে পারেননি বুমরাহ। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে ৪ উইকেট নিয়েছেন তিনি। কিন্তু মোতেরায় পিঙ্ক বল টেস্টে ভারতের ১০ উইকেটে জয়ের ম্যাচে বল হাতে কোনও সাফল্য পাননি মুম্বই ইন্ডিয়ান্স ক্রিকেটার।
গত মাসের শেষে টুইটার মারফৎ বিসিসিআই জানায়, ‘জসপ্রীত বুমরাহকে ভারতীয় স্কোয়াড থেকে ছেড়ে দেওয়া হয়েছে। জসপ্রীত ব্যক্তিগত কারণে স্কোয়াড থেকে নিজেই অব্যাহতি চেয়ে নিয়েছেন।’ এক মিডিয়া রিলিজের মাধ্যমে বিষয়টি সম্পর্কে জ্ঞাত করেন বোর্ড সচিব জয় শাহ। উল্লেখ্য, পরবর্তীতে ইংল্যান্ডের বিরুদ্ধে সংক্ষিপ্ত ফর্ম্যাটের সিরিজেও এই ফাস্ট বোলারকে বিশ্রাম দেওয়া হয়েছে। এর আগে পিঙ্ক বল টেস্টের কথা ভেবে চিপকে দ্বিতীয় টেস্টেও বিশ্রাম দেওয়া হয়েছিল বুমরাহকে।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.