অ্যাপ নয়, কোউইন ওয়েব পোর্টালে হবে ভ্যাকসিনের জন্য নাম নথিভুক্ত, স্পষ্ট করে জানাল সরকার

সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সোমবার করোনা ভাইরাস ভ্যাকসিন সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন যে করোনা ভাইরাস ভ্যাকসিনের রেজিস্ট্রেশন কোউইন ওয়েব পোর্টালের মাধ্যম এহবে, মোবাইল অ্যাপে নয়। স্ব–নিবন্ধীকরণ প্রক্রিয়ার বিষয়ে তথ্যের অভাব ও যোগ্য সুবিধাভোগীদের মধ্যে বিভ্রান্তি এড়ানোর জন্য মন্ত্রক বাধ্য হয়ে এটি করে।

প্রসঙ্গত, প্রথম ধাপে দেশে টিকা নিয়েছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা। দ্বিতীয় ধাপে টিকা পাবেন ষাটোর্ধ্বরা। পাশাপাশি টিকা নিতে পারবেন ৪৫ বছরের বেশি বয়সিরা, যাঁদের অন্য কোনও রোগ রয়েছে। নাম নথিভুক্ত করতে হবে কোউইন পোর্টালে যা সোমবার সকাল ৯টা থেকে চালু হয়ে গিয়েছে।

প্লেস্টোরে যে কোউইন অ্যাপ রয়েছে তা অনেকেই ডাউনলোড করছেন নিজেদের নাম স্ব–নথিভুক্ত করার জন্য। কিন্তু সমস্যা দেখা দিচ্ছে, কারণ অনেকেরই বুঝতে অসুবিধা হয়েছে যে কোউইন অ্যাপ শুধুমাত্র ভ্যাকসিন প্রশাসকের জন্য। সাধারণ মানুষের জন্য কোউইনের ওয়েবসাইট খোলা হয়েছে (‌www.cowin.gov.in)‌। স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে টুইট করে এ বিষয়ে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। এর সঙ্গে এও বলা হয়েছে যে নথিভুক্ত নিশ্চিত করতে সাধারণ জনতার কাছে কোনও ওটিপি আসবে না।

ভারত এই পর্যায়ে ২৭ কোটি সুবিধাভোগীকে টিকাকরণ করবে এবং কোউইন ওয়েব পোর্টাল সোমবার নটা থেকে চালু করে দেওয়া হয়েছে। নাম নথিভুক্তের পর টিকাকরণের জন্য অ্যাপয়েন্টমেন্ট করতে পারবেন ওই ব্যক্তি। স্পটে এসেও নাম নথিভুক্ত করার বিকল্প রাস্তা রয়েছে।

কীভাবে নাম নথিভুক্ত করা যাবে?

• নাম নথিভুক্ত করতে লাগবে আধার কার্ড, অন্য পরিচয় পত্র।

• অ্যাপে সুবিধামতো টিকাকরণ কেন্দ্র নির্বাচন করা যাবে।

• সমস্ত টিকাকরণ কেন্দ্রকে অক্ষাংশ, দ্রাঘিমাংশ জানাতে হবে সরকারকে। এই সমস্ত কেন্দ্রগুলোকে জিওট্যাগ করা হবে।

• বেসরকারি হাসপাতালে কাল থেকে টিকাকরণ হবে না। কারণ বেশিরভাগ বেসরকারি হাসপাতালে স্পট রেজিস্ট্রেশনের সুবিধা নেই।

• বেসরকারি হাসপাতালে টিকা নিতে গেলে আগামী কাল থেকেই নথিভুক্ত করতে হবে নাম। সেখানে টিকাকরণ শুরু হবে ২ মার্চ থেকে। কলকাতার আমরিতেও মিলবে টিকা।

• কোভ্যাক্সিন বা কোভিশিল্ডের মধ্যে চাইলে একটিকে বেছে নেওয়া যাবে। তবে টিকা নিতে আসার সময় আধার কার্ড আনতে হবে।

• টিকার জন্য দিতে হবে ২৫০ টাকা।

More CORONAVIRUS News