আইপিএল কোন কোন শহরে হবে তা এখনও চূড়ান্ত করতে পারেনি বিসিসিআই। অন্ধকারে ফ্র্যাঞ্চাইজিরা। এর মধ্যেই চলছে নানা জল্পনা। পঞ্জাব কিংসের কর্ণধার নেস ওয়াদিয়া জানিয়েছেন, তাঁরা জানতে পেরেছেন মোহালি বা তাঁদের পছন্দের জায়গায় ম্যাচ দিতে চাইছে না বোর্ড। এর কারণ জানতে চেয়ে আইপিএলের স্থান নির্ধারণ প্রক্রিয়া স্বচ্ছভাবে করার দাবি জানিয়ে বোর্ডকে চিঠি দিয়েছে পঞ্জাব কিংস। বোর্ডের এমন পদক্ষেপে বিস্মিত পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং।
পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, পঞ্জাবে আইপিএলের ম্যাচ না দেওয়ার সিদ্ধান্তে আমি বিস্মিত। বোর্ডের কাছে অনুরোধ করছি, মোহালিতে আইপিএলের ম্যাচ দেওয়ার ব্যাপারে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে। মোহালিতে আইপিএল ম্যাচ আয়োজন করতে করোনা সতর্কতা-সহ সমস্তরকম ব্যবস্থা ও সহযোগিতা করবে পঞ্জাব সরকার।
জানা গিয়েছে, রাজস্থান রয়্যালসের আর্জি মেনে জয়পুরে আইপিএলের ম্যাচ ফেলতে বোর্ডকে অনুরোধ করবে রাজস্থান সরকার ও রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশন। তবে এই প্রথম কোনও মুখ্যমন্ত্রী আইপিএলের স্থান নির্ধারণ নিয়ে বিতর্কে মুখ খুললেন। এর আগে তেলেঙ্গানার মন্ত্রী কে টি রামা রাও টুইটে দাবি জানিয়েছিলেন, হায়দরাবাদেও আইপিএল ম্যাচ দেওয়া হোক। সবরকম সহযোগিতা করবে তেলেঙ্গানা সরকার। সেই টুইট রিটুইট করে সমর্থন জানিয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সভাপতি মহম্মদ আজহারউদ্দিন।
আইপিএলে গুজরাটের কোনও দল নেই। অমিত শাহ-র পুত্র জয় শাহ গুজরাট ক্রিকেট সংস্থার সভাপতি তথা বোর্ডের সচিব। ফলে আমেদাবাদে আইপিএলে ম্যাচ হবে, অথচ আইপিএলের দল থাকা শহরে আইপিএল হবে না এটা অনেকেই মানতে নারাজ। বিজেপির সঙ্গে সংঘাত রয়েছে কংগ্রেসের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের। ফলে তাঁর প্রতিবাদ চলতি বিতর্কে নয়া মাত্রা যোগ করল।