মাঠ পরিদর্শনে কৈলাশ
হাতে আর সময় নেই। রবিবারই ব্রিগেড সমাবেশ। উত্তর থেকে দক্ষিণ বাংলার বিভিন্ন প্রান্ত থেকে কর্মীরা আসবেন বলে দাবি বিজেপি নেতৃত্বের। আর সেদিকে তাকিয়েই মঙ্গলবার সকালে ব্রিগেডের মাঠ পরিদর্শন করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয়। ছিলেন বিজেপির অন্যান্য নেতৃত্বও। কোথায় মঞ্চ হবে, কর্মীরা কোথায় বসবেন সে বিষয়ে কথাবার্তা সারেন কৈলাশ বিজয়বর্গীয়। বেশ কিছুক্ষণ মাঠে সময় কাটান বিজেপির কেন্দ্রীয় নেতা। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কৈলাশ বলেন, বিভিন্ন প্রান্ত থেকে কর্মীরা আসবেন। শুক্রবার রাত থেকেই লোকজনন আসতে শুরু করে দেবে বলে জানান তিনি।
বাড়ি বাড়ি গিয়ে আমন্ত্রণ জানাবে বিজেপি
কর্মীরা তো থাকবেনই এবার মোদীর ব্রিগেড সমাবেশে থাকবেন আমন্ত্রিতরাও। বিজেপি সূত্রে জানা গিয়েছে, ব্রিগেড সমাবেশে যেতে এবার সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে আমন্ত্রণ জানাবে বঙ্গ বিজেপি নেতৃত্ব। বিজেপির জেলা কমিটি সূত্রের খবর, ইচ্ছুক বিজেপি কর্মীরা ছাড়াও এবার ব্রিগেডে নিয়ে যাওয়া হবে আমন্ত্রিতদের। দলের আলিপুরদুয়ার জেলা কমিটির সহসভাপতি জয়ন্ত রায় এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘ইতিমধ্যেই ওই সমাবেশে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন কমবেশি পঁয়তাল্লিশ হাজার বিজেপি কর্মী। তবে তাদের মধ্যে কতজনকে নিয়ে যাওয়া হবে, কিভাবে নিয়ে যাওয়া হবে তা নিয়ে জেলা কমিটির সঙ্গে মণ্ডল কমিটিগুলির আলোচনা চলছে। এছাড়া এবার আমন্ত্রিতদেরও ব্রিগেডে নিয়ে যাওয়া হবে।' একই ছবি দক্ষিণেও। বিজেপি সূত্রে খবর, দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকেও কয়েক হাজার বিজেপি ব্রিগেডে আসবেন
ব্রিগেড থেকে কি বার্তা দেবেন মোদী!
গত ২৮ তারিখ ব্রিগেডে সমাবেশ করেছে বামেরা। কংগ্রেস এবং আইএসএফকে সঙ্গে নিয়ে ব্রিগেড সমাবেশ করেছে বামেরা। ঐতিহাসিক সমাবেশ বলছেন তাঁরা। ঠিক এক সপ্তাহের মাথাতে সেখানে সভা করবেন প্রধানমন্ত্রী। কি বার্তা দেন সেদিকে তাকিয়ে রাজনৈতিকমহল। তৃণমূলের পাশাপাশি বাম-কংগ্রেস জোটকে আক্রমণ করতে পারেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে আইএসএফকেও নিশানায় রাখতে পারেন তিনি। বঙ্গ বিজেপি চায়, ভোটের আগে মোদীর বার্তা কর্মীদের অক্সিজেন জোগাতে সাহায্য করবে।
একঝাঁক তারকাদের দেখা যেতে পারে
ব্রিগেডে মোদীর সভায় একঝাঁক তারকাদের দেখা যেতে পারে। ইতিমধ্যে বিজেপিতে যোগ দিয়েছেন যশ, শ্রাবন্তীরা। যোগ দিয়েছেন আরও বেশ কয়েকজন অভিনেতা, অভিনেত্রী। তাঁদের সভাকেই মোদীর ব্রিগেড সমাবেশে দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়াও ব্রিগেডে মোদীর হাত ধরে বিজেপিতে নাম লেখাতে পারেন আরও অনেকেই।