জীবনের নতুন ইনিংস শুরু করলেন শ্রাবন্তী
বিজেপিতে যোগদানের পর প্রথম টুইট করেন অভিনেত্রী শ্রাবন্তী। কী লিখলেন টুইটে? বিজেপির প্রতীক চিহ্ন এবং দলে যোগ দেওয়ার সময় তোলা এক ছবি পোস্ট করে শ্রাবন্তী লেখেন, "প্রণাম। গতকাল থেকে জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হল। তাই আপনাদের কাছে নত মস্তকে আশীর্বাদ কামনা করছি| একজন মা এবং নারী হিসেবে চাইব আমাদের সবার সন্তান যেন ‘সোনার বাংলা' তে বড় হয়ে উঠুক।" প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গী, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে তাঁর পোস্টে ট্যাগ করেন শ্রাবন্তী। পোস্টে বাদ দেননি ‘জয় শ্রী রাম' স্লোগানও।
৭ তারিখ ব্রিগেড মঞ্চে দেখা যাবে শ্রাবন্তীকে
শাসকদল তৃণমূলের ঘনিষ্ঠ ছিলেন অভিনেত্রী শ্রাবন্তী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একমঞ্চেও একাধিকবার দেখা গিয়েছে। কিন্তু হঠাৎই তাঁর এই বিজেপিতে যোগদানে অনেকেই চমকে যান। দলীয় সূত্রে খবর, অমিত শাহের সভার দিন যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসূচি বাতিল হওয়ার পরই এই পরিবর্তন। আর সেই কারনেই আর দেরি না করে দিলীপ ঘোষের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী। সূত্রের খবর, ৭ তারিখ ব্রিগেড মঞ্চে দেখা যাবে শ্রাবন্তীকে। দিলীপ ঘোষ জানিয়েছেন, আগামিদিনে আরও অভিনেতা-অভিনেত্রীরা বিজেপির সঙ্গে যোগ দেবেন। এটাই প্রমাণ যে বাংলায় এবার বিজেপি আসবে। অন্যদিক মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের হওয়া স্বত্বেও তাঁর বিজেপি যোগ নিয়ে অভিনেত্রী জানিয়েছেন, তিনি অনেক কিছুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুসরণ করেন। রাজ্য তথা দেশের জন্য তিনি কিছু করতে চান বলে জানিয়েছেন অভিনেত্রী।
বিজেপিতে যোগ দিয়েছেন হিরণ-যশ
গত ১৮ জুলাই সাহাগঞ্জে অমিত শাহের সভায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন অভিনেতা হিরণ। নিজেকে সাধারণ পরিবারের বলে বর্ণনা করেছিলেন তিনি। যে আশা নিয়ে তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন, তাঁর সেই আশা পূরণ হয়নি। তিনি কটাক্ষ করে বলেছিলে সাধারণ মানুষের জীবনযাত্রা নয়, কয়েকজনের জীবনযাত্রার পরিবর্তন হয়েছে এই সরকারের আমলে। বাংলায় পরিবর্তন বলতে শুধুমাত্র নীল-সাদা রঙ করা হয়েছে বলেও কটাক্ষ করেছিলেন হিরণ। একসময়ে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হিরণ সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেছিলেন।