তৃণমূলের তরফে যাঁদের নাম শোনা যাচ্ছে
তৃণমূল এবার কার্যত স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যেস ৭০ বছর বয়সের উর্ধ্বে কাউকে টিকিট দেওয়া হবে না। সেক্ষেত্রে প্রবল সম্ভাবনা রয়েছে তরুণ মুখদের। শোনা যাচ্ছে , এক্ষেত্রে তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য থেকে মনোজ তিওয়ারিদের নাম। শুধু তাই নয়, দেবাংশুর সঙ্গে একাধিক নাম এরমধ্যে শোনা যেতে শুরু করেছে । এমনকি মনোজ তিওয়ারির কেন্দ্র নিয়েও জল্পনার পারদ চড়ছে।
দেবাংশু, মনোজ তিওয়ারিদের ঘিরে কোন কেন্দ্রের সম্ভাবনা?
এক বেসরকারী সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বালিতে প্রার্থী হতে পারেন তৃণমূলের দেবাংশু। সেখানে আগে তৃণমূলের তরফে ভোটে দাঁড়িয়েছিলেন বৈশালী ডালমিয়া। এদিকে, হাওড়া উত্তর কেন্দ্র থেকে সম্ভবত লক্ষ্মীরতন শুক্লার পিচে মাঠে নামতে চলেছেন মনোজ তিওয়ারি। তেমনই সম্ভাবনার কথা উঠে আসতে শুরু করেছে। এছাড়াও উত্তর ২৪ পরগানর যুব তৃণমূল নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্যের নামও উঠতে শুরু করেছে। প্রসঙ্গত মুকুলপুত্র শুভ্রাংশু বীজপুরের দাপুটে নেতা। সেই জায়গা থেকে তৃণাঙ্কুরের প্রার্থীপদ নিয়ে বহু জল্পনা থেকে যাচ্ছে।
পিছিয়ে নেই বামেরা
এদিকে, প্রার্থী তালিকায় তরুণ মুখের চমক আনতে পিছিয়ে নেই বামেরাও। বামঅন্দরমহলে জল্পনার মধ্যে রয়েছে জেএনইউয়ের যুব বামনেত্রী ঐশী ঘোষ। তিনি সম্ভবত দুর্গাপুরের কোনও আসন পেতে পারেন বলে জল্পনা। এছাড়াও দীপ্সিতা ধর, সৌরভ পালোধি , মিনাক্ষী মুখোপাধ্যায়ের নাম জল্পনার পারদ তুঙ্গে রেখেছে। সূত্রের দাবি, বালিগঞ্জে লড়তে পারেন দেবদূত ঘোষ। বেহালা পূর্বতে শমিতা হর চৌধুরীর নাম ঘিরে আলোচনা শোনা যাচ্ছে বলে সূত্রের দাবি।
বিজেপি কি যশ,দিন্দা, পায়েলদের নিয়ে চমক দেবে?
এদিকে শোনা যাচ্ছে, বিজেপির তরফে সম্ভবত অশোক দিন্দাকে ময়না কেন্দ্র থকে দাঁড় করানো হতে পারে। প্রার্থীপদ নিয়ে বৈঠকের পর কৈলাস বিজয়বর্গীয় আগেই জানান যে এবারে বিজেপির তালিকায় কোনও বড় চমক থাকছে। সেক্ষেত্রে নব যোগদানকারী তারকাদের নামও উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে, ভোটে লড়াই নিয়ে রীতিমতো আত্মবিশ্বাসী শুনিয়েছে সদ্য বিজেপিতে যোগ দেওয়া টলিউড স্টার যশ ও পায়েলদের। সেই জায়গা থেকে তাঁরাও সম্ভাবনার তালিকায় উঠে আসছেন বলে খবর। সব মিলিয়ে আপাতত গোটা বিষয়টিই জল্পনা ও সম্ভাবনার স্তরে। এরপর হাইভোল্টেজ প্রার্থীপদ ঘোষিত হলেই ভোট দামামার সুর চড়া হবে।