ভোটের সময়সীমা বাড়ানো হল
করোনা পরিস্থিতিতে বাড়ল ভোট গ্রহণের সময়সীমা। সকাল ৭টা থেকে সন্ধ্যে সাড়ে ৬টা পর্যন্ত হবে ভোট গ্রহণ পর্ব। সন্ধ্যে ছটার পরিবর্তে সাড়ে ছটা পর্যন্ত হবে ভোট গ্রহণ পর্ব। আগেই মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা জানান, করোনা আবহে ভোট করানোটাই সবথেকে বড় চ্যালেঞ্জ কমিশনের কাছে। এক ঘন্টা বাড়ানো হয়েছে ভোটদানের সময়, যাতে অতিরিক্ত ভিড় এড়ানো যেতে পারে। ভোট দানের লাইনে থাকবে সামাজিক দূরত্ব বিধি মেনে চলার পদ্ধতিও।
মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু
রাজ্য বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ২৭শে মার্চের ভোট গ্রহণের জন্য আজ মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি হয়ে গেল। পুরুলিয়া-৯, বাঁকুড়া-৪, পূর্ব মেদিনীপুর-৭, পশ্চিম মেদিনীপুর-৬, এবং ঝাড়গ্রাম-৪ এই পাঁচ জেলায় ৩০ টি আসনে প্রথম দফায় ভোট নেওয়া হবে। বিজ্ঞপ্তি জারির সঙ্গে সঙ্গেই আজ থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু হয়ে গেল। প্রথম দফায় ৯ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। পরদিন সেগুলি পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন ১২ ই মার্চ। যেহেতু ৯ মার্চ শেষ মনোনয়ন দাখিল করা যাবে সেজন্যে খুব শিঘ্রই রাজনৈতিকদলগুলি তাঁদের প্রার্থী তালিকা সামনে আনবে।
ভোটের প্রচারের ক্ষেত্রে কোভিড বিধি
তবে ভোটের প্রচারের ক্ষেত্রে কোভিড পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশিকা কঠোরভাবে মানা হবে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। তিনি জানিয়েছেন, মনোনয়ন জমার সময় প্রার্থী-সহ দু'জন উপস্থিত থাকতে পারবেন একসঙ্গে। আবার, বাড়ি বাড়ি গিয়ে প্রচার বা গাড়িতে প্রচার উভয় ক্ষেত্রেই একসঙ্গে পাঁচজনের বেশি যাওয়া যাবে না। আবার করোনার কারণে অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে বলেও সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
বেড়েছে বুথের সংখ্যাও
মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা জানান, ২০২১-এর বিধানসভা নির্বাচনে বাংলায় বুথের সংখ্যা বাড়িয়ে ১০১৯১৬ করা হয়েছে। ২০১৬-য় বাংলায় বুথের সংখ্যা ছিল ৭৭ হাজার ৪১৩। এবার ২৪ হাজার ৫০৩টি বুথ বাড়ানো হয়েছে। ২০১৬-র তুলনায় বুথ বেড়েছে ৩১.৬৫ শতাংশ। এবার সব বুথ হবে একতলায়।
কোভিড পরিস্থতিতে ভোটের কারণেই এই বুথ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মুখ্য নির্বাচন কমিশনার। ভোটদানের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। স্পর্শকাতর ভোটকেন্দ্রগুলি চিহ্নিত করা হয়েছে। ভোটকেন্দ্রগুলি সিসিটিভি নজরদারিতে রাখা হবে বলে জানান মুখ্য নির্বাচন কমিশনার।