মোদী সরকারের দেওয়া পদে ইস্তফা শুভেন্দুর, 'নতুনে'র লক্ষ্যে চূড়ান্ত প্রস্তুতি

নির্বাচনের আগে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার (jute corporation of india) চেয়ারম্যানের (chairman) পদে ইস্তফা দিলেন বিজেপি (bjp) নেতা শুভেন্দু অধিকারী (suvendu adhikari)। গতবছরের শেষে বিজেপিতে যোগ দেওয়ার পরে এবছরের শুরুতে তাঁকে জেসিআই-এর চেয়ারম্যান করেছিল কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটি।

কয়লা কাণ্ডে 'লালা' ঘনিষ্ঠকে জিজ্ঞাসাবাদ সিবিআই-এর, কোটি কোটি টাকা হাত বদলে চাঞ্চল্যকর 'স্বীকারোক্তি'

বছরের শুরুতে 'পার্ট টাইম' পদে নিয়োগ

এবছরের ৪ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কমিটি শুভেন্দু অধিকারীকে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান পদে নিয়োগের সম্মতি দেয়। এই পদে তাঁর মেয়াদ ছিল চিনবছরের। তাঁকে পার্ট টাইম চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছিল। এই পদে যোগ দেওয়ায় শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর যাবতীয় সুবিধা পেতেন।

কোনও পদ লাগবে না বলেছিলেন শুভেন্দু

কেন্দ্রের তরফে এই নিয়োগের কথা জানানোর পরে শুভেন্দু অধিকারী বলেছিলেন, তাঁর কোনও পদ লাগবে না। যদি তাঁকে ভোটের টিকিট না দেওয়া হয়, তাতেও চলবে বলে জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তবে কেন্দ্রের দেওয়া দায়িত্ব তিনি সঠিকভাবে পালন করবেন বলে জানিয়েছিলেন।

পদটি 'লাভজনক' ছিল না

বস্ত্রমন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, জুট কর্পোরেশনের চেয়ারম্যান এবং ম্যানেজির ডিরেক্টরে পদে কোনও আমলা থাকতেন। সেই প্রথার পরিবর্তন করে পার্ট চাইম চেয়ারম্যান পদ তৈরি করা হয়। লাভজনক পদের তালিকার বাইরে রাখতেই পার্ট টাইম চেয়ারম্যানের পদ। তখন জানা গিয়েছিল বিধআনসভা নির্বাচনে দাঁড়ালেও শুভেন্দু অধিকারীকে সেই পদ ছাড়তে হবে না।

নির্বাচনী ব্যস্ততার কারণেই ইস্তফা

পদ ছাড়ার ব্যাপারে কোনও কারণ না দেখালেও, বিজেপি সূত্রে খবর, নির্বাচনী ব্যস্ততার কারণেই শুভেন্দু অধিকারী পদে ইস্তফা দিয়েছেন।

More SUVENDU ADHIKARI News