#কলকাতা: নিমতিতা বিস্ফোরণ-কাণ্ডে ধৃত সাহিদুল ইসলাম ওরফে কেমিক্যাল সাহিদুল ও আবু সামাদকে জেরা করে নয়া চাঞ্চল্যকর তথ্য সিআইডি হাতে | সিআইডি সূত্রে খবর, বিস্ফোরণ-কাণ্ডের ঘটনায় সাহিদুল স্বীকার করেছে মন্ত্রী জাকির হুসেনের সঙ্গে তার পুরনো শত্রুতা ছিল| কারণ, সাহিদুলের বিরুদ্ধে একাধিক মামলা করেছিলেন শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন| সুতি এলাকার বাসিন্দা হয়েও গত দশ বছর ধরে অসম, কখনও ওড়িশা-সহ একাধিক স্থানে পালিয়ে থাকতে হয়েছিল সাহিদুলকে| ফলে সাহিদুলের পুরনো রাগ থেকে প্রতিহিংসাবশত সে মন্ত্রীর উপর এই হামলা করে বলে জেরায় জানিয়েছে সাহিদুল। এমনই চাঞ্চল্যকর দাবি সিআইডির|
সিআইডি সূত্রের খবর, সাহিদুল বোমা তৈরির একাধিক কৌশল জানত। এর আগেও তার নামে বহু অপরাধমূলক অভিযোগ রয়েছে| এর আগেও বোমা ছোড়ার অভিযোগও রয়েছে ধৃতের বিরুদ্ধে। বোমা বাধা কাজ সাহিদুল আগেও করেছে বলে দাবি সিআইডির| বোমা তৈরির একাধিক কৌশল সে জানে বলে দাবি সিআইডির| তবে প্রশ্ন উঠছে, নিমতিতা বিস্ফোরণ-কাণ্ডে যে ধরনের বোমা ব্যবহার হয়েছিল তা অনেকটা আইইডি-র মতো শক্তিশালী। এই ধরনের শক্তিশালী বোমার মেকানিজম বা বোমা তৈরির নকশা কোথা থেকে সে শিখল? নাকি বোমা তৈরির কৌশলের পিছনে কোনও জঙ্গি সংগঠনের যোগ আছে?
ফরেনসিক দল নমুনা সংগ্রহ করছে।
তবে ফরেনসিক রিপোর্ট পেলেই বোঝা যাবে আদতে এই বোমা তৈরির অভিনব নকশা বা কৌশল শুধুমাত্র সাহিদুলের, নাকি এর পিছনে রয়েছে কোনও জঙ্গি সংগঠনের আইডিয়া কাজ করেছে| এর পিছনে আর কেউ আছে কিনা তাও জানার চেষ্টা চালানো হচ্ছে| সাহিদুলের পুরনো এই রাগ প্রতিহিংসার প্রতিফলন, কেন মন্ত্রী জাকিরের উপর এখন হটাৎ হল? এসব বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজছেন সিআইডি তদন্তকারীরা|
অর্পিতা হাজরা