ফোকাসে উত্তরে ৫৪ আসন
আপাতত উত্তরবঙ্গের ৫৪ আসনকে পাখির চোখ করে এগোচ্ছে বিজেপি। ইতিমধ্যেই উত্তরবঙ্গে কোচবিহারে অমিত শাহ সফর করেছেন। কয়েকদিন আগে রাজনাথ সিং থেকে জেপি নাড্ডাদের দেখা গিয়েছে সেখানে। মালদায় ভোজ রাজনীতিতে লাইমলাইট কাড়েন জেপি নাড্ডা। এরপর আজ মালদার গাজোলে যোগী আদিত্যনাথের সভা। মনে করা হচ্ছে বিজেপির জন্য গাজোল একটি সম্ভাবনাময় দিক। কারণ সেখানের বিধায়ক কয়েকদিন আগেই দলবদল করে বিজেপিতে এসেছেন।
যোগীর সভায় কি নয়া যোগদান হবে?
এখনও পর্যন্ত যা খবর, তাতে এদিন যোগী আদিত্যনাথের সভায় মালদা থেকে কোনও বড় যোগদানের সম্ভাবনা নেই। এর আগে সেখানে হেভিওয়েট যোগদানের সম্ভাবনা নিয়ে বহু জল্পনার পারদ চড়েছে। তবে শেষপর্যন্ত এন কোনও বড় কার্যক্রম নেই বলে জানা গিয়েছে বিজেপি সূত্রে। এদিন বিজেপির পরিবর্তন যাত্রার উত্তরবঙ্গের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেবেন যোগী। বিজেপির দাবি , তাঁর সভা মঞ্চেই মালদায় তৃণমূলের বড় ভাঙন হতে পারে।
সংখ্যালঘু অধ্যুষিত মালদায় হিন্দু ভোট টার্গেট!
প্রসঙ্গত, সংখ্যালঘু অধ্যুষিত মালদায় আপাতত হিন্দু ভোট টার্গেটে রেখে এগিয়েছে বিজেপি। আজও সেই অঙ্কে বিজেপি শান দেবে বলে খবর। লোকসভা ভোটে মালদার গাজোল লাগোয়া হবিবপুর, মালদহ আসনে বিজেপির ইতিবাচক ফলাফল হয়েছে। আর সেই প্রেক্ষাপটে হিন্দুভোট টার্গেট করে এদিন পারদ চড়াতে পারেন যোগী। সেক্ষেত্রে যোগীর সভায় ভিড় কেমন হচ্ছে, সেদিকেও রাজনৈতিক মহলের নজর থাকছে।
মালদহে কবে ভোট?
১২ আসনের মালদহ বিধানসভা ভোটে এবার নজর কাড়তে পারে। জমি দখলের লড়াইতে মালদায় ভোট ২৬ ও ২৯ ফেব্রুয়ারি। এমন এক পরিস্থিতিতে আজকে মালদার সভায় যোগী কোন বক্তব্য রাখেন, সেদিকে নজর সকলের।