আঘাত হানতে চলেছে পশ্চিমী ঝঞ্ঝা
এদিন রাতে একটি পশ্চিমী ঝঞ্ঝা আঘাত হানতে চলেছে। পরের পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিম হিমালয়ে আঘাত হানতে পারে ৫ মার্চ নাগাদ। এর ফলে বিচ্ছিন্নভাবে বৃষ্টি এবং তুষার পাতের সম্ভাবনা তৈরি হয়েছে ৬ থেকে ৮ মার্চের মধ্যে। প্রভাব পড়বে জম্মু ও কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালটিস্তান, মুজফফরাবাদ, হিমাচল প্রদেশ এব উত্তরাখণ্ডে।
উত্তরবঙ্গের আবহাওয়া
সোমবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে। এছাড়া বাকি জেলাগুলি আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টায় দার্জিলিং, কালিম্পং-এর বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হলেও, বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। কোনও কোনও জায়গায় কুয়াশা থাকলেও, আগামী দু-একদিন তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে জানানো হয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। কোনও কোনও জায়গায় কুয়াশার দাপট দেখা দিতে পারে। আগামী দু-একদিনে তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমতে পারে।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্রাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১৮.৭ (১৯.৯)
বালুরঘাট ১৪.৬
বাঁকুড়া ১৯.৪ ( ২০.৮)
ব্যারাকপুর ১৯.৩ ( ২০.৫ )
বহরমপুর ১৬.২ ( ১৬.৬)
বর্ধমান ২২.৮ ( ২১.৪)
ক্যানিং ২২.২ (২৩)
কোচবিহার ১৫.১ (১৮.১)
দার্জিলিং ৭ (৮.৪)
দিঘা ২৩.৮ (২৪.১)
কলকাতা ২৩.১ (২৪)
মালদহ ১৯.৯ (২১.৭)
পানাগড় ১৬.১ (১৭.৪)
পুরুলিয়া ২০ (১৯.৫)
শিলিগুড়ি ১৪.৭ ( ১৮)
শ্রীনিকেতন ১৭ (১৮.২ )