বাম-কংগ্রেস জোটের বিপক্ষে বার্তা
প্রসঙ্গত, সোমবার এক টুইট বার্তায় আনন্দ শর্মা কিছুটা বেসুরো হয়ে বাম-কংগ্রেস জোটের বিপক্ষে বার্তা দিয়েছেন। যা দেখে প্রবল ক্ষোভ অধীর চৌধুরীর। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানান, 'আনন্দ শর্মার বলা উচিৎ ছিল, স্বৈরতান্ত্রিক তৃণমূল এবং সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে। দিল্লিতে বসে এই রাজ্য সম্পর্কে কিছু জানেন না আনন্দ শর্মা। উনি রাজ্যসভার টিকিটের জন্য এই সব কথা বলছেন।'
জোটের জট ছাড়াতে সোমবারও বৈঠকে বাম-কংগ্রেস
এদিকে জোটের জট ছাড়াতে সোমবারও বৈঠকে বসেন কংগ্রেস এবং সিপিএম-এর নেতৃত্ব। কংগ্রেসের সঙ্গে বৈঠক করার পর বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু স্পষ্ট জানিয়ে দেন, আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁরা এগিয়ে যেতে চান। আসন-বণ্টন নিয়ে ইতিবাচক আলোচনা সম্পন্ন হয়েছে। তবে বামফ্রন্ট এবং কংগ্রেসের 'বডি ল্যাঙ্গুয়েজ' দেখে মনে হচ্ছিল, জোট নিয়ে তাঁরা খুব একটা স্বস্তিতে নেই। আসন্ন বিধানসভা নির্বাচনে আব্বাস সিদ্দিকী জোটের কাটা সে কথা মুখে না বললেও, বুঝিয়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।
বিমান বসুর বক্তব্য
যদিও সোমবার বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়ে দিলেন যেভাবে আসন সমঝোতা হয়েছে তাতে ভুল বোঝাবুঝির জায়গা নেই। তৃণমূল এবং বিজেপির সঙ্গে সমদূরত্ব বজায় রেখে গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ একাধিক সংগঠনকে বামফ্রন্ট এবং কংগ্রেসের যৌথ মঞ্চে আহ্বান জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
মালদা-মুর্শিদাবাদ নিয়ে অনড় অধীর
তবে মালদা এবং মুর্শিদাবাদে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে কোনও আসন ছাড়া হবে না সেই বার্তাও দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী । অধীর চৌধুরীর বার্তায় স্পষ্ট হয়ে গেল আসন সমঝোতা নিয়ে এখনও পিছিয়ে রয়েছে কংগ্রেস। বৈঠক শেষে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানালেন, যত দ্রুত সম্ভব তাঁরা প্রার্থী তালিকা ঘোষণা করবেন। অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানিয়ে দিলেন, এআইসিসির কাছে চূড়ান্ত প্রার্থী তালিকা পাঠানো হবে আগামীকাল । সিলমোহর পড়লেই তালিকা ঘোষণা করে দেওয়া হবে।