ডানকুনির সভা থেকে শুভেন্দুর আক্রমণ
শনিবার ডানকুনিতে সভা করেছিলেন শুভেন্দু অধিকারী। সেই সভা থেকে তিনি বলেছিলেন, মদের বোতলে আড়াই টাকা করে ভাতিজা ভেট দিতে হয়। আৎ এক সাংসদ তো দুটাকার পাউচ নিয়ে ঘোরেন। সঙ্গে থাকে একটা কুমড়ো।
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জবাব
ডানকুনিতে সভফা করে এর জবাব দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, মন্ত্রী থাকার সময় অনেক বেনিয়ম করেছেন শুভেন্দু অধিকারী। দিদি কিছুই বলেননি। দোসরা মে-র পর পালিয়ে যেও না। দিদিকে বলে সেই বেনিয়মের হিসেব নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কল্যাণ।
ছোট বেলা থেকেই পাউচ খাওয়ার অভ্যাস
কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে বলেন, তিনি (শুভেন্দু) ছোট বেলা থেকেই পাউচ খাওয়ার অভ্যাস করেছেন। রাতে বন্ধ ঘরে যা কুকীর্তি করেছেন তা সাধারণ মানুষের কাছে বলা যাবে না বলেও মন্তব্য করেছেন তিনি।
রাজীব বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ
রাজীব বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দিদিকে বলে তিনিই (কল্যাণ) মন্ত্রী করেছিলেন বলে দাবি করেছেন তৃণমূল সাংসদ। পেশা নিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ প্রসঙ্গে তিনি বলেন সিঙ্গুর থেকে নন্দীগ্রামের মামলা তিনিই করেছিলেন। তিনি বলেন, তাঁর (কল্যাণ) মতো একজন আইনজীবী তৈরি করতে রাজীব বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সাতপুরুষ লেগে যাবে। তিনি আরও বলেন দিদি সাবোতাজের কথা বুঝতে পেরেই তাঁকে (রাজীব) ডোমজুড় থেকে দক্ষিণ দিনাজপুরের অবজারভার করে দেন।