তদন্তে পূর্ণ সহযোগিতার বার্তা
এর আগে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষৎকারে কুণাল ঘোষ জানিয়েছেন, তাঁর ধারণা ইডির কাছে সারদা মামলার সমস্ত নথিই রয়েছে। তবুও তাঁকে ফের ডেকে পাঠানো হয়েছে। আর ডেকে যখন পাঠানো হয়েছে, তখন তিনি যাবেন বলেই জানানো হয়েছে। তিনি জানান তদন্তে পূর্ণ সহযোগিতা তিনি করবেন।
সুদীপ্ত সেনের চিঠি ও কুণাল
কুণাল ঘোষ আগেই জানিয়েছেন যে তিনি এবার ইডির সামনে সুদীপ্ত সেনের চিঠি পেশ করবেন।আর সেই চিঠিই বড় কোনও দিশা এই তদন্তে দেখাতে পারে কি না, তা নিয়ে জল্পনা তুঙ্গে।
জিজ্ঞসাবাদে কারা থাকছেন?
প্রসঙ্গত, এদিন কুণালের জেরায় উপস্থিত থাকছেন, দিল্লির দুই তাবড় অফিসার। ফলে দিল্লির অফিসাররা এদিন কুমাল ঘোষকে কোন মর্মে কী কী প্রশ্ন করেন জেরায় , সেদিকে তাকিয়ে গোটা বাংলা।
২৪ ফেব্রুয়ারির নোটিস ও কুণাল
এর আগে কুণাল ঘোষ বলেন, যেদিন (২৪ ফেব্রুয়ারি) তাঁর কাছে ইডির নোটিস আসে সেদিন তিনি জেলায় প্রচারের কাজে নিযুক্ত ছিলেন। তিনি সাফ জানান, ২০১৩ সাল থেকে কোনও এজেন্সির তদন্তে তিনি বাধা দেননি। যে সময় যা চাওয়া হয়েছে, সমস্ত রকমের তথ্য তিনি দিয়েছেন। ভবিষ্যতেও তাইই করবেন।