সোনার দাম মার্চের শুরুতেই ছক্কা হাঁকাল! সোমবার কলকাতায় দর একনজরে

আন্তর্জাতিক বাজারের রেশ ধরে আজ সোনার দাম ভারতে উর্ধ্বমুখী। গত বছর সোনার দাম ১০ গ্রামে ৫৬,২০০ টাকা উঠেছিল অগাস্ট মাসে। তারপর সেই রেকর্ড হারে সোনার দামের উত্থান দেখা যায়নি। তবে মার্চের শুরুতেই কার্যত ছক্কা হাঁকিয়ে সোনার দাম আজ উর্ধ্বমুখী।

সোনার দাম ১ মার্চ

মাল্টি কমোডিটি সূচকে ১০ গ্রামে সোনার দাম আজ ০.৬৮ শতাংশ বেড়েছে। ফলে ১০ গ্রাম সোনা আজ ৩১০ টাকা বেড়েছে। ১০ গ্রামে সোনার দাম ৪৬,০৪৬ টাকা।

রুপোর দাম

এদিকে, ১ কেজি রুপোর দাম এদিন ১.১৩ শতাংশ কমে গিয়েছে। ফলে ১ কেজিতে রুপোর দাম আজ ৭৭৮ টাকা সস্তা। যার হাত ধরে রুপোর দাম আজ ৬৯, ৫৬২ টাকা হয়েছে।

সোনার দাম কলকাতায়

কলকাতায় আজ সোনার দাম ৪৫,৪৬০ টাকা ২২ ক্যারেটে। ২৪ ক্যারেটে সোনার দাম ৪৮,৩৪০ টাকা। বিশ্ব বাজারে ইতিমধ্যেই সোনার দাম খানিকটা মাথা তুলে দাঁড়াচ্ছে বলে জানা যায়।মার্কিন সংসদে বড়সড় আর্থিক প্যাকেজ ঘোষিত হওয়ার পরই দাম বেড়েছে বলে জানা যায়।

অন্যান্য রাজ্যে সোনার দাম

চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৩, ৫৫০ টাকা,। ২৪ ক্যারেটে দক্ষিণী শহরে সোনার দাম ৪৭, ৫১০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৪,৯৪০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৫,৯৪০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৫,২০০ টাকা। ২৪ ক্যারেটে দাম ৪৯,৩০০ টাকা।

(তথ্য সূত্র -গুড রিটার্নস )

More GOLD News