টোকিও অলিম্পিকের প্রস্তুতি, সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরালেন পুনিয়া

আগামী টোকিও অলিম্পিকের চূড়ান্ত প্রস্তুতির স্বার্থে সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নিলেন ভারতীয় কুস্তিগীর বজরং পুনিয়া। সোমবার টুইটারে এ সংক্রান্ত এক ঘোষণা দিয়েছেন এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসে সোনজয়ী ভারতীয় কুস্তিগীর। লিখেছেন যে আপাতত কয়েক মাস তাঁর সঙ্গে নেটিজেনদের দেখা হবে না। টোকিও অলিম্পিক শেষ হলে তিনি ফের সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হবেন বলেও জানিয়েছেন বজরং।

২০১৮ সালের এশিয়ান গেমস থেকে ভারতকে সোনা এনে দিয়েছেন বজরং পুনিয়া। একই বছরের কমনওয়েলথ গেমেসেও তিনি সোনা জিতে দেশের নায়ক বনে গিয়েছিলেন। এশিয়ান চ্যাম্পিয়নশিপে দুই বার সোনা জেতা ব্যক্তিত্বের থেকে আসন্ন অলিম্পিকেও পদক আশা করছেন ক্রীড়া প্রেমীরা। সেই মতো নিজেকে প্রস্তুত করতে এবার প্রস্তুতিতে মগ্ন হলেন ভারতীয় কুস্তিগীর। তাই বহির্বিশ্বের থেকে নিজেকে বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নিলেন অর্জুন ও পদ্মশ্রী পুরস্কার জয়ী বজরং।

Mein apne sabhi social media handles ko aaj se band kar raha hu. Ab Olympic ke baad aap sabhi se mulaakaat hogi ... ummeed karta hu aap apna pyaar banaye rakhenge ..... jai Hind 🙏🏽 pic.twitter.com/wCKXuT4gj9

— Bajrang Punia 🇮🇳 (@BajrangPunia) March 1, 2021

কোনও অঘটন না ঘটলে করোনা ভাইরাসের আবহে আগামী ২৩ জুলাই থেকে টোকিও-তে শুরু হবে অলিম্পক। ৮ জুলাই পর্যন্ত চলবে প্রতিযোগিতা। তাতে ভারতীয় অ্যাথলিটরা পুরোদমে অংশ নেবেন বলে জানানো হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২০ সালের ২৪ জুলাই থেকে শুরু হত টোকিও অলিম্পিক। কিন্তু অতিমারী পরিস্থিতি ইভেন্ট এক বছর পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় আয়োজক জাপান ও অলিম্পিক কমিটি।

More TOKYO OLYMPICS News