একুশের ভোটে একচুল জমি ছাড়তে রাজি নয় আসাদউদ্দিন, ফোকাসে দাক্ষিণাত্য

পশ্চিমবঙ্গের মাটিতে তাঁর প্রথম সভা বাতিল হয়েছে কয়েকদিন আগে। তবে তা সত্ত্বেও একটুল দমেননি আসাদউদ্দিন ওয়েইসি। তাঁর মেটিয়াব্রুজে সভা বাতিল হলেও বাংলার ২৯৪ আসনে ভোট নিয়ে ফোকাসে আসাদ শিবির। তবে শুধু বাংলাই নয়, এবার আসাদ শিবিরের সামনে ফোকাসে দাক্ষিণাত্যের ভোটও রয়েছে।

তামিলনাড়ুতে এবার প্রার্থী দেবেন বলে জানিয়ে দিলেন আসাদউদ্দিন ওয়েইলি। ২০২১ তামিলনাড়ু বিধানসভার ভোটে এবার আসাদউদ্দিন ওয়েইসির দল প্রার্থী দিতে চলেছে। এদিন স্পষ্ট করে একথা জানিয়েছেন মিম প্রধান। এতদিন ধরে মিমের ভোটে লড়াই নিয়ে নানান প্রশ্ন উঠেছে তামিল রাজ্যে। প্রশ্ন ওঠে আদৌ শেষ পর্যন্ত তামিলভূমে দাপট দেখাতে পারবে তো মিম? এর জাবার এদিন দিয়ে দেয় এআইএমআইএম।

আসাদউদ্দিন ওয়েইসি জানিয়েছেন, শুধু তামিলনাড়ুই নয়, উত্তর প্রদেশ নির্বাচন নিয়েও তাঁরা ভাবিত। সেখানেও ভোট লড়াইয়ে বেশ উদ্যোগ নিচ্ছে তাঁর দল। গুজরাতে ইতিমধ্যেই তাঁরা সাফল্যের দিকে এগিয়ে গিয়েছেন বলে দাবি করেছেন তিনি। এরপর রাজস্থান ভোট নিয়েও তাঁরা এগিয়ে যেতে চান বলে জানা মিম প্রধান। সব মিলিয়ে মিম এবার ভোটের লড়াইয়ে কোমর বেঁধে নামতে চাইছে আসাদউদ্দিন ওয়েইসি।

More AIMIM News