চলতি মরসুমের লড়াই
চলতি আইএসএলের প্রথম দেখায় নর্থইস্ট ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছিল এটিকে মোহনবাগান। দ্বিতীয় দেখায় সেই হারের বদলা নিয়েছিল অভিনেতা জন আব্রাহামের দল। কলকাতার ক্লাবকে ২-১ গোলে হারিয়েছিল নর্থইস্ট ইউনাইটেড।
এর আগে মুখোমুখি দুই শিবির
মোহনবাগানের সঙ্গে সংযু্ক্ত হওয়ার আগে আইএসএলে ১২ বার নর্থইস্ট ইউনাইটেডের মুখোমুখি হয়েছে এটিকে। সাত বার জিতেছে কলকাতার দল। তিন বার জিতেছে উত্তর-পূর্ব শিবির। দুই দলের মধ্যে দুটি ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়েছে।
লিগ তালিকায় স্থান
চলতি আইএসএলের লিগ পর্বে ২০টি ম্যাচ খেলে ৪০ পয়েন্ট হাসিল করেছে এটিকে মোহনবাগান। দ্বিতীয় স্থানে থেকে লিগ পর্ব শেষ করে কলকাতার ক্লাব। ২০ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে থেকে নক আউটে পৌঁছেছে নর্থইস্ট ইউনাইটেড।
গোলসংখ্যায় এগিয়ে কে
চলতি আইএসএলে এখনও পর্যন্ত ২৮টি গোল করেছে এটিকে মোহনবাগান। দলের হয়ে সর্বাধিক ১৪টি গোল করেছেন রয় কৃষ্ণ। চলতি টুর্নামেন্টে মোট ৩১টি গোল করেছে নর্থইস্ট ইউনাইটেড। দলের হয়ে সর্বাধিক ৭ গোল করেছেন লুইস মাচাদো।
ক্লিনশিট
চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ক্লিনশিট হাসিল করেছে এটিকে মোহনবাগান। সবুজ-মেরুনের হয়ে গোলের নিচে দাঁড়িয়ে ১০ বার গোলশূন্য অবস্থায় ম্যাচ শেষ করেছে অরিন্দম ভট্টাচার্য। অন্যদিকে নর্থইস্ট ইউনাইটে়ডের ঝুলিতে রয়েছে মাত্র ৫টি ক্লিনশিট।