সুপ্রিমকোর্টের কর্মরত, অবসরপ্রাপ্ত বিচারপতিদের টিকাকরণ ২ মার্চ থেকে

মার্চের প্রথম দিনেই কোভিড ভ্যাকসিন নিয়ে নিয়েছেন নরেন্দ্র মোদী। এরপর ২ মার্চ থেকে কোভিড ভ্যাকসিন পাচ্ছেন সুপ্রিম কোর্টর বিচারপতিরা। বর্তমানে কর্মরত এবং অবসরপ্রাপ্ত বিচারপতিরা এই ভ্যাকসিন পাচ্ছেন বলে খবর। শুধু তাই নয়, তাঁদের পরিবারও এই ভ্যাকসিন আগামীকাল থেকে পাচ্ছে।

সুপ্রিম কোর্টের বিল্ডিং চত্বরে এই টিকাকরণ হবে বলে খবর। বিচারপতিদের ব্যক্তিগত সচিবরা এদিন একথা জানিয়েছেন। তাঁরা জানান, যে সুপ্রিম কোর্টের বিচারপতিদের কাছে এদিন এমন নির্দেশ এসেছে বলে জানা গিয়েছে। এদিকে, আজই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোভিডের ভ্যাকসিন নিয়েছেন। এছাড়াও এই ভ্যাকসিন নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এদিকে, জানা যাচ্ছে শুধুমাত্র সুপ্রিম কোর্টের বিচারপতিরাই নন, তাঁদের পরিবারের মানুষও কোভিড ভ্যাকসিন পেতে চলেছে। এছাড়াও সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিদের পরিবারও ভ্যাকসিন পাবে বলে খবর। উল্লেখ্য, দেশে ইতিমধ্যেই করোনার টিকাকরণ শুরু হয়েছে। তবে তারই মধ্যে দৈনিক করোনা গ্রাফ আশঙ্কা বাড়িয়ে তুলছে। এদিকে, করোনার জেরে ১ মার্চ স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে,গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০৬ জন। উদ্বেগ বাড়াচ্ছে মহারাষ্ট্র ও তামিলনাড়ু। মহারাষ্ট্রের বিদর্ভে গত ৩ মাসে রেকর্ড করোনা সংক্রমণ হয়েছে বলে জানা গিেয়ছে। হিঙ্গোলিতে নতুন করে লকডাউন জারি করা হয়েছে।

More SUPREME COURT News