নয়াদিল্লি: করোনার টিকা নিলেন প্রধানমন্ত্রী। সোমবার সকালে দিল্লির AIIMS-এ গিয়ে করোনার টিকা নিয়েছেন নরেন্দ্র মোদী। এদিন টিকা নেওয়ার পর টুইট করেছেন প্রধানমন্ত্রী। টুইটে মোদী লিখেছেন, ‘‘AIIMS-এ আমি করোনা টিকার প্রথম ডোজটি নিয়েছি৷ করোনার বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ে আমাদের চিকিৎসক, বিজ্ঞানীরা তাঁদের যে শক্তি দেখিয়েছেন তা উল্লেখযোগ্য। যারা এই পর্যারে যাঁদের ভ্যাকসিন দেওয়ার জন্য বাছা হয়েছে তাঁদেরকে স্বাগত। আসুন ভারতকে করোনামুক্ত করি।’’

করোনার টিকাকরণের দ্বিতীয় পর্ব আজ থেকেই শুরু হল। এই পর্বে দেশের ষাটোর্ধ্ব নাগরিক ও ৪৫ বছরের বেশি বয়সী যাদের কোমর্বিডিটি রয়েছে তাঁদের টিকা দেওয়া হচ্ছে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, বেসরকারি হাসপাতালে টিকা নিতে হলে সর্বোচ্চ ২৫০ টাকা দিতে হতে পারে। তবে সরকারি টিকাকরণ কেন্দ্রে থেকে বিনামূল্যে করোনার টিকা পাবেন নাগরিকরা।

গত ১৬ জানুয়ারি থেকে দেশজুড়ে করোনার টিকাকরণ অভিযানের প্রথম পর্ব শুরু হয়। প্রথম পর্বে দেশের ৩ কোটি করোনাযোদ্ধাকে টিকা দেওয়া শুরু হয়। দেশের চিকিৎসক, নার্স-সহ অন্য স্বাস্থ্যকর্মী ও নিরাপত্তাবাহিনীর সব সদস্যদের টিকাকরণের পর্ব শেষের মুখে। এবার পালা সাধারণ নাগরিকদের। গত শনি ও রবিবার করোনার টিকাকরণের জন্য তৈরি বিশেষ কো-উইন অ্যাপটির প্রযুক্তিগত কিছু কাজ চলে। তারই জেরে ওই দুদিন দেশে করোনার টিকাকরণ বন্ধ রেখেছিল কেন্দ্র।

সোমবার থেকে দেশে টিকাকরণের দ্বিতীয় পর্ব শুরু। সকাল ৯টা থেকেই কো-উইন অ্যাপে নাম নথিভুক্ত করা যাবে। এদিন সকালে দিল্লির AIIMS-এ গিয়ে করোনার টিকা নিয়েছেন নরেন্দ্র মোদী। এদিন করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন প্রধানমন্ত্রী। টিকা নিয়ে উৎসাহিত নমো। চিকিৎসক-সহ অন্য স্বাস্থ্যকর্মীদের কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী। এদিন টিকা নেওয়ার পরেই একটি টুইট করেছেন প্রধানমন্ত্রী। সেই টুইটে করোনার বিরুদ্ধে মরণপণ লড়াইয়ের জন্য চিকিৎসক, বিজ্ঞানীদের কৃতজ্ঞতা জানিয়েছেন।

এরই পাশাপাশি করোনার দ্বিতীয় পর্বের টিকাকরণের জন্য এই পর্বে যাঁরা বিবেচিত হয়েছেন, প্রত্যেককে টিকা নিতে স্বাগত জানিয়েছেন তিনি। এদিন সকালে করোনা টিকার প্রম ডোজটি নেওয়ার পর টুইটে মোদী লিখেছেন, ‘‘AIIMS-এ আমি করোনা টিকার প্রথম ডোজটি নিয়েছি৷ করোনার বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ে আমাদের চিকিৎসক, বিজ্ঞানীরা তাঁদের যে শক্তি দেখিয়েছেন তা উল্লেখযোগ্য। যারা এই পর্যারে যাঁদের ভ্যাকসিন দেওয়ার জন্য বাছা হয়েছে তাঁদেরকে স্বাগত। আসুন ভারতকে করোনামুক্ত করি।’’

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

জীবে প্রেম কি আদৌ থাকছে? কথা বলবেন বন্যপ্রাণ বিশেষজ্ঞ অর্ক সরকার I।