বিরাটের প্রশংসায় পঞ্চমুখ কিংবদন্তি স্টিভ, মনের মণিকোঠায় ভারতীয় দর্শক

ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ তথা শেষ টেস্টের আগে বিরাট কোহলির প্রশংসায় পঞ্চমুখ হলেন কিংবদন্তি স্টিভ ওয়া। টিম ইন্ডিয়ার অধিনায়ককে এ প্রজন্মের নায়ক বলে আখ্যা দিলেন অস্ট্রেলিয়াকে বিশ্ব চ্যাম্পিয়ন করা নেতা। একই সঙ্গে ভারতীয় ক্রিকেট দর্শকদের আবেগ এবং উন্মাদনার কথাও উল্লেখ করেছেন স্টিভ।

বিরাট কোহলিকে আধুনিক দিনের নায়ক বলে সম্বোধন করেছেন কিংবদন্তি স্টিভ ওয়া। রান মেশিন ভারতীয় দলে নতুন ভাষা আমদানি করেছে বলে মনে করেন প্রাক্তন অস্ট্রেলিয় অধিনায়ক। নেতা বিরাটের পক্ষে সব সম্ভব বলে মনে করেন স্টিভ। তাঁর কথায়, ভারতীয় ক্রিকেটকে টেনে তুলেছিলেন সৌরভ গঙ্গোপধ্যায়। সেই পথে আগুয়ান হয়ে এমএস ধোনি টিম ইন্ডিয়াকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন বলে মনে করেন স্টিভ। সঙ্গে তিনি এও জানাতে ভোলেননি যে বিরাট কোহলি নিজ গুনে ভাস্বর।

স্টিভ ওয়ার কথায়, ভারতীয় দলে আগ্রাসী মনোভাব আমদানি করেছেন বিরাট কোহলি। তাঁর শরীরি ভাষা দলের মনোভাব পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট বলেও জানিয়েছেন অস্ট্রেলিয় কিংবদন্তি। এও বলেছেন যে বিরাটের কাঁধে ভর করে আগামী দিনে আরও সাফল্যের দিকে এগোবে ভারতীয় ক্রিকেট দল।

অন্যদিকে ভারতীয় ক্রিকেট ফ্যানদের আবেগ ও ভালোবাসার কথা উল্লেখ করেছেন স্টিভ ওয়া। বলেছেন, ক্রিকেট খেলতে বা অন্য করণে ভারতে এলে তিনি অন্য রকম সম্মান পান। ভারতীয় দর্শকদের সেরা বলেও উল্লেখ করেছেন কিংবদন্তি স্টিভ।

More INDIA VS ENGLAND 2021 News