আহমেদাবাদে কিংবদন্তি পন্টিংকে টপকে যাওয়ার সুযোগ পাবেন বিরাট

আহমেদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট জিততে মরিয়া ভারতীয় ক্রিকেট দল। ম্যাচের আগে দুই দলের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। নেট হতে ব্যাটিং প্র্যাকটিস করতে দেখা গিয়েছে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে। যিনি আগামী টেস্টে বড় মাইলস্টোনের মালিক হতে পারেন। টপকে যেতে পারেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংকে।

পন্টিংকে ধরার পথে বিরাট

আন্তর্জাতিক ক্রিকেটের সবকটি ফর্ম্যাট মিলিয়ে এখনও পর্যন্ত ৭০টি শতরান এসেছে বিরাট কোহলির ব্যাট থেকে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে দিন রাতের টেস্টে তিন অঙ্কের ঘরে পৌঁছলে অস্ট্রেলিয় কিংবদন্তি রিকি পন্টিংয়ের সমান হবেন ভারত অধিনায়ক। দেশের হয়ে ৭১টি শতরান হাঁকিয়েছেন প্রাক্তন অজি অধিনায়ক।

ক্লার্কের সমান হওয়ার সুযোগ

টেস্ট কেরিয়ারে এখনও পর্যন্ত ২৭টি শতরান হাঁকিয়েছেন বিরাট কোহলি। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে দিন রাতের টেস্টে তিন অঙ্কের ঘরে পৌঁছলে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ওপেনার হাশিম আমলা ও অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্কের সমান হবেন রান মেশিন। ওই দুই বিদেশি ক্রিকেটার টেস্টে ২৮টি করে শতরান হাঁকিয়েছেন।

বিশ্বনাথকে টপকে যাওয়ার সুযোগ

প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান গুন্ডাপ্পা বিশ্বনাথ ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ১০২২ রান করেছেন। তালিকার তৃতীয় স্থানে থাকা বিরাট কোহলি ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ১২টি টেস্ট খেলে ১০০৪ রান করেছেন। চতুর্থ টেস্টে আর ১৯ রান করলেই প্রাক্তনীকে টপকে যাবেন ভারত অধিনায়ক।

শীর্ষ স্থানে গাভাসকর

দেশের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি রান রয়েছে সুনীল গাভাসকরের। সংশ্লিষ্ট প্রেক্ষাপটে ১৩৩১ রান করেছেন লিটল মাস্টার।

More INDIA VS ENGLAND 2021 News