'ক্ষুদ্র কৃষকদের ছাড়া আমরা কোনও বৃদ্ধি আশা করতে পারি না'
আজ মোদী বলেন, 'ক্ষুদ্র ও মাঝারি মাপের কৃষকদের ছাড়া আমরা কোনও বৃদ্ধি আশা করতে পারি না। দেশের বৃদ্ধি সম্ভব নয়।' পাশাপাশি কৃষিক্ষেত্রে বরাদ্দ নিয়ে প্রধানমন্ত্রী জানিয়েছেন প্রায় ১০০০ মান্ডিকে এর থেকে সুবিধা পাবে। বাজেটে কৃষিক্ষেত্রে বরাদ্দ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার এগরিকালচার ক্রেডিট লক্ষ্য়মাত্রা বাড়িয়ে ১৬.৫০ লক্ষ কোটি এবং পরিকাঠামো খাতে ফান্ড বাড়িয়েছে ৪০ হাজার কোটি।
কৃষি আইনের বিরুদ্ধে লাগাতার মহাপঞ্চায়েত
এদিকে এবার কেন্দ্রের তৈরি করা নতুন তিনটি কৃষি আইনের বিরুদ্ধে লাগাতার মহাপঞ্চায়েত বৈঠকের ডাক দিলেন আন্দোলনকারী৷ আগামী মার্চ মাসে ওই আইন প্রত্যাহারের দাবিতে এই মহাপঞ্চায়েতের ডাক দেওয়া হয়েছে৷ এই নিয়ে একটি তালিকা প্রকাশ করেছে ভারতীয় কিষান ইউনিয়ন৷ তাতে জানানো হয়েছে যে দেশের বিভিন্ন অংশে আগামী ২২ মার্চ পর্যন্ত এই মহাপঞ্চায়েতের আয়োজন করা হবে৷
হাল ছাড়তে নারাজ কৃষকরা
কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে লড়াই করছে ৪১টি কৃষক সংগঠনের একটি যৌথ মঞ্চ৷ নভেম্বর শেষ থেকে তারা দিল্লির সীমানার বাইরে অবস্থান বিক্ষোভ করেছে৷ আরও অনেক কর্মসূচি নিয়েছে৷ তার মধ্যে গত ২৬ জানুয়ারি এই নিয়ে ব্যাপক গোলমাল হয়৷ কৃষকদের বিরুদ্ধে দিল্লিতে ট্রাক্টর মিছিলের নামে তাণ্ডব করার অভিযোগ ওঠে৷ তবে তাঁরা যে হাল ছাড়তে নারাজ, তা নতুন এই ঘোষণায় বুঝিয়ে দিলেন আন্দোলনকারীরা৷