সাধারণ মানুষ ক্রমেই এগিয়ে চলছে ডিজিটাল দুনিয়ার দিকে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডিজিটাল নির্ভরতা। আর এই ডিজিটাল নির্ভরতার ক্ষেত্রে প্রথমেই যে বিষয়টি উঠে আসে তা হল সোশ্যাল মিডিয়া। বিগত কয়েক বছরের মধ্যে প্রতিটা মানুষের জীবনে যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। ব্যক্তিগত ক্ষেত্রের পাশপাশি কর্ম ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই মাধ্যম।
আর এই ডিজিটাল মাধ্যমের ক্ষেত্রে মানুষের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ফেসবুক আর তার সঙ্গে সমান ভাবে প্রয়োজনীয় হয়ে উঠেছে হোয়াটস্অ্যাপ। করোনা অতিমারী এবং তার পরবর্তী সময়ে মানুষের জীবনকে এক নতুন ছন্দে নিয়ে আসার জন্য তাদের তরফে নেওয়া হয়েছিল বেশ কিছু পদক্ষেপ। বিশেষ করে হোয়াটস্অ্যাপ এর তরফে ব্যবহারকারীদের কথা মাথাতে রেখে লঞ্চ করা হয়েছিল বেশ কিছু আপডেট । আর সম্প্রতি জানা গিয়েছে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য হোয়াটস্অ্যাপের তরফে নিয়ে আসা হয়েছে এক নতুন ফিচার।
ios ব্যবহারকারীদের জন্য আগেই হোয়াটস্অ্যাপের তরফে নতুন কিছু ফিচার নিয়ে আসা হয়েছিল। কিন্তু ভারতের বাজারে ios ব্যবহারকারীর তুলনায় অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীর হার যথেষ্ট বেশি। আর সেই কারণেই এবারে এই নতুন ফিচার নিয়ে আসা হয়েছে হোয়াটস্অ্যাপের তরফে। এই বিষয়ে টুইট করে সকলকে জানিয়েছে হোয়াটস্অ্যাপ। গত মাসেই জানা গিয়েছিল নতুন এই ফিচার নিয়ে পরীক্ষা চালানো হচ্ছে তাদের তরফে। এও জানা গিয়েছিল দ্রুত ব্যবহারকারীদের জন্য এই ফিচার নিয়ে আসা হবে।
হোয়াটস্অ্যাপের তরফে টুইট করে জানানো হয়েছে এবারে কেবলমাত্র চোখের জন্য নিয়ে আসা হল এই ফিচার। অর্থাৎ ব্যবহারকারীরা এবারে দেখতে পারবেন। কিন্তু শুনতে পারবেন না। ব্যবহারকারীরা কাউকে কোন ভিডিও পাঠানোর আগে অথবা নিজেদের প্রোফাইলে স্ট্যাটাস হিসেবে ব্যবহার করার আগে তা মিউট করতে পারবেন।
এর আগে হোয়াটস্অ্যাপের তরফে পেমেন্ট পরিষেবা নিয়ে আসার ফলে ব্যবহারকারীদের কাছে ক্রমেই আকর্ষণের বিষয় হয়ে উঠেছিল এই প্ল্যাটফর্ম। আর এবারে এই নতুন ফিচারের জেরে বাকি সোশ্যাল মিডিয়াগুলিকেও সহজেই টেক্কা দিতে পারবে হোয়াটস্অ্যাপ মনে করছেন বিশেষজ্ঞরা ।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.