বাংলার পড়শি অসমে ভোটপ্রচারে প্রিয়াঙ্কা
লক্ষ্যণীয় বিষয় হল, এরপরই গত রবিবার কলকাতার ব্রিগেডে যৌথ সমাবেশের আয়োজন করে বাম, কংগ্রেস ও আইএসএফ৷ সেখানে কংগ্রেসের তরফে জিতিন প্রসাদ ও ভূপেশ বাঘেলের মতো নেতাকে প্রতিনিধি হিসাবে পাঠানো হলেও অনুপস্থিত ছিলেন রাহুল গান্ধী ও তাঁর বোন প্রিয়াঙ্কা৷ যাঁরা কিনা কংগ্রেসের সবথেকে জনপ্রিয় মুখ৷ অথচ এর ঠিক পরদিনই বাংলার পড়শি অসমে ভোটপ্রচারে চলে গেলেন প্রিয়াঙ্কা।
কামাক্ষ্যা মন্দিরে পুজো দেন প্রিয়াঙ্কা
সফরের প্রথম দিন, সোমবারই বিখ্যাত কামাক্ষ্যা মন্দিরে পুজো দেন প্রিয়াঙ্কা৷ অংশ নেন একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে৷ এরপর উত্তর লাখিমপুর জেলার সোনারি গাঁও পঞ্চায়েত এলাকায় একটি দলীয় অনুষ্ঠানে যোগ দেবেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷ সূচনা করবেন রাজ্যব্য়াপী প্রতিবাদ কর্মসূচির৷ যা প্রধান লক্ষ্যই হল, বেকার সমস্য়াকে সামনে রেখে নির্বাচনী প্রচারে ঝড় তোলা৷ এদিনই মহাদেব জন্মস্থান এবং রঙ্গরাজনে যাবেন প্রিয়াঙ্কা৷ গোপুরে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন কনকলতা বড়ুয়ার মূর্তিতে৷
চা শ্রমিকদের দুর্দশার বিষয়টি প্রচারে আনতে চাইছে কংগ্রেস
আসন্ন বিধানসভা নির্বাচনে বন্ধ ও বেহাল চা বাগান এবং চা শ্রমিকদের দুর্দশার বিষয়টি প্রচারে আনতে চাইছে কংগ্রেস৷ এর আগে অসম সফরে গিয়ে এ নিয়ে মুখ খুলেছেন রাহুল গান্ধীও৷ দুই দিনের অসম সফরে চা শ্রমিকদের সমস্য়া নিয়ে প্রচারে নামবেন প্রিয়াঙ্কাও৷ মঙ্গলবার সাধারু টি এস্টেটের মহিলা চা শ্রমিকদের সঙ্গে দেখা করবেন তিনি৷ পুজো দেবেন তেজপুরের মহাভৈরব মন্দিরে৷ এরপর একটি নির্বাচনী সভাও করার কথা রয়েছেন প্রিয়াঙ্কার৷
রাহুল নজর দেবেন প্রধানত তামিলনাড়ুতে
এতদিন দলের তরফে শুধুমাত্র উত্তরপ্রদেশের দায়িত্বই দেওয়া হয়েছিল প্রিয়াঙ্কাকে৷ কিন্তু ভোট ঘোষণার পরই সংশ্লিষ্ট তিন রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে প্রচারে ঝাঁপাচ্ছেন তিনি৷ কংগ্রেস সূত্রে খবর, অসম সফরের পর একে একে কেরালা, পুদুচেরি এবং পশ্চিমবঙ্গেও প্রচার সারবেন প্রিয়াঙ্কা৷ অন্যদিকে, রাহুল নজর দেবেন প্রধানত তামিলনাড়ুতে৷
অসমে বাড়তি অক্সিজেন পেয়ে গিয়েছে কংগ্রেস
এদিকে, ভোটের আগে অসমে কিছুটা হলেও বাড়তি অক্সিজেন পেয়ে গিয়েছে কংগ্রেস৷ আপাতত রাজ্য়ের ক্ষমতায় থাকা বিজেপির সঙ্গ ছাড়ার কথা ঘোষণা করে দিয়েছে বোড়োল্যান্ড পিপলস ফ্রন্ট (বিপিএফ)৷ তারা জানিয়ে দিয়েছে আসন্ন নির্বাচনে পদ্ম ছেড়ে ধরবে হাত৷