তারকাদের ভিড়ে হেভিওয়েটদের আসন বদল !তৃণমূলের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে আজ বৈঠকে মমতা

আজই প্রার্থী তালিকা ঘোষণা করবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল ৫টায় সাংবাদিক বৈঠক করে ঘোষণা করবেন। ইতিমধ্যেই প্রার্থী তালিকায় কারা কারা জায়গা পাবেন তা নিয়ে জোর আলোচনা শুরু হয়ে গিয়েছে। একাধিক তারকা প্রার্থী হতে পারেন বলে খবর। আবার হেভিওয়েটদের আসন বদলের সম্ভাবনা রয়েছে। টিকিট নাও পেতে পারেন দেবশ্রী রায়, চিরঞ্জিত। মূলত স্বচ্ছতা দুর্নীতি মুক্ত ইমেজকে সামনে রেখেই প্রার্থী তালিকা তৈরি করতে তৎপর ভোট কৌশলী পিকে।

তৃণমূলের প্রার্থী তালিকা

আজই শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। সূত্রের খবর প্রথম দফায় ৩০ আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। কালীঘাটে এই নিয়ে বৈঠক করবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল ৫টায় সাংবাদিক বৈঠক করে প্রথম পর্যায়ের প্রার্থী তালিকা ঘোষণা করার কথা রয়েছে তৃণমূল কংগ্রেস নেত্রী।

তারকা প্রার্থীর ভিঁড়

এবারেও তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় এবার টলিউডের তারকাদের ভিড় থাকতে পারে বলে মনে করা হচ্ছে। সায়নী,শোভন চক্রবর্তী, কাঞ্চন মল্লিকদের প্রার্থী করা হতে পারে। ক্রীড়জগতের মনোজ তিওয়ারিকে প্রার্থী করা হতে পারে। কয়েকদিন আদেই ডানলপের সভায় তৃণমূল কংগ্রেসে যোগ দান করেন প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি। যোগদান করেছেন সায়নীও। মনে করা হচ্ছে এবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় তারকাদের ভিড় থাকতে পারে।

আসন বদল হতে পারে হেভিওয়েটদের

দুর্নীতি মুক্ত স্বচ্ছতার ইমেজকে সামনে রেখেই এবারে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলে মনে করা হচ্ছে। সেকারণে একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রীর আসন বদল করা হতে পারে। সামনে আনা হতে পারে দলের যুব ব্রিগেডকে। দেবাংশু, সুপ্রকাশ, সুদীপ রাহা, ত্রিণাঙ্কুর চট্টোপাধ্যায়কে এবার প্রার্থী করা হতে পারে। যুব ব্রিগেডকে সামনে রেখে একুশের ভোটের মহারণ জয়ের চেষ্টা চালাবেন ভোট কৌশলী পিকে। এমনই মনে করছে রাজনৈতিক মহল। ইতিমধ্যেই তার যোগ-বিয়োগের অঙ্ক কষা শুরু হয়েছে।

টিকিট পাবেন না দেবশ্রী-চিরঞ্জিত

এবার তৃণমূলের প্রার্থী তালিকায় িচরঞ্জিতও দেবশ্রীর নাম নাও থাকতে পারে। কারণ পৈলানের কর্মীসভায় ছিলেন না েদবশ্রী। নিজের অবস্থান স্পষ্ট করুন নেত্রী বার্তা দিয়েছিলেন জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। কারণ কয়েকদিন আগে শোভন-বৈশাখী বিজেপিতে যোগ দিতে যাওয়ার সময় দেবশ্রীও তাঁদের পিছু নিয়ে পৌঁছে গিয়েছিলেন বিজেপি কার্যালয়ে। কিন্তু তাঁকে কোনও বিজেপি নেতা গুরুত্ব না দেওয়ায় ফিরে আসেন। চিরঞ্জিতও কয়েকদিন আগে টুইট করে দলের কাছে অব্যহতি চেয়েছেন।

More MAMATA BANERJEE News