এখনও পর্যন্ত কতবার নক আউটে এটিকে
মোহনবাগানের সঙ্গে সংযুক্তিকরণের আগে মোট চার বার আইএসএলের নক আউট স্তরে পৌঁছেছে এটিকে। ২০১৪, ২০১৫, ২০১৬ এবং ২০১৯-২০ মরসুমের আইএসএলের শেষ চারের মোকাবিলায় অংশ নিয়েছে কলকাতার এই ক্লাব।
সেরা ফলাফল
প্রথম সংস্করণ অর্থাৎ ২০১৪ সালের আইএসএল ফাইনালে পৌঁছেছিল এটিকে। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল সঞ্জীব গোয়েঙ্কার দল। ২০১৬ সালে ফের খেতাব ঘরে তুলেছিল এটিকে। গত সংস্করণ অর্থাৎ ২০১৯-২০ মরসুমের আইএসএল জিতে নজির গড়েছিল কলকাতার দল। প্রথম দল হিসেবে তিন বার টুর্নামেন্ট জিতে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছিল আন্টোনিও লোপেজ হাবাসের দল।
সেমিফাইনালে হার
২০১৫ সালের আইএসএলেও সেমিফাইনালে পৌঁছেছিল এটিকে। ওই পর্বে তাদের প্রতিপক্ষ ছিল চেন্নাইইন এফসি। দুই লেগের প্রতিযোগিতায় ৪-২ এগ্রিগেটে সেমিফাইনাল হেরে গিয়েছিল কলকাতার দল।
এবার সম্ভাবনা
আইএসএলের চলতি মরসুমে দুর্দান্ত ছন্দে রয়েছে এটিকে মোহনবাগান। ২০ ম্যাচ খেলে ৪০ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টের নক আউটে প্রবেশ করেছে আন্টোনিও লোপেজ হাবাসের দল। প্রতিপক্ষ খালিদ জামিলের নর্থইস্ট ইউনাইটেড। লড়াই হাড্ডাহড্ডি হবে বলেই ধরে নেওয়া যায়।