বাড়ল দৈনিক মৃত্যু
করোনা ভাইরাসের সংক্রমণে দৈনিক মৃত্যু ফের ১০০ ছাড়াল। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ১০৬ জন। তারসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অ্যাক্টিভ রোগীর সংখ্যাও। দেশে গত ২৪ ঘণ্টায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১,৬৮,৬২৭ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমিত হয়েছেন ১৫,৫১০জন। গত সপ্তাহের থেকে কিছুটা কমেছে দৈনিক করোনা সংক্রমণ। তবে ভাবাচ্ছে দেশের ১০ রাজ্য। বিশেষ করে মহারাষ্ট্র ও তামিলনাড়ু। মহারাষ্ট্রের বিদর্ভে গত ৩ মাসে সবচেয়ে বেড়েছে দেশের দৈনিক করোনা সংক্রমণ। ইকিমধ্যেই মহারাষ্ট্রের বেশ কয়েকটি জেলায় লকডাউন ঘোষণা করা হয়েছে। তামিলনাড়ুও করোনা ভাইরাসের সংক্রমণের কারণে লকডাউনের মেয়াদ ৩১ মার্চ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে।
আজ থেকে শুরু করোনা টিকার দ্বিতীয় পর্যায়
করোনা ভাইরাসের টিকাকরণের দ্বিতীয় পর্যায় শুরু হল আজ থেকে। দেশের ১০,০০০টি সরকারি হাসপাতালে মিলবে বিনামূল্যে করোনা টিকা। ষাটোর্ধ্বরা পাবেন এই টিকা। ৪৫ বছরের উর্ধ্বে যাঁরা তাঁরাও করোনা টিকা পাবেন। তবে তারজন্য কোমরবিডিটির সংশাপত্র থাকতে হবে তাঁদের কাছে। একই সঙ্গে বেসরকারি হাসপাতালে আজ থেকে মিলবে করোনা টিকা। তবে তার জন্য ২৫০ টাকা দিতে হবে গ্রাহকদের। করোনা টিকা পেতে হলে কো-উইন অ্যাপে আগে নিজের নাম নথিভুক্ত করতে হবে।
টিকা নিলেন প্রধানমন্ত্রী
আজ সকাল ৬টা নাগাদ করোনা ভাইরাসের টিকার প্রথম ডোজ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির এইমস হাসপাতালে ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের প্রথম ডোজ নেন তিনি। সেই ছবি নিজে টুইট করে দেশবাসীকে করোনা টিকা নেওয়ার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিিন। একই সঙ্গে শুভেচ্ছা জানিয়েছেন চিকিৎসক ও নার্সদের।
করোনা ভাবাচ্ছে ১০ রাজ্যে
করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে দেশের ১০ রাজ্যে। মহারাষ্ট্র, পাঞ্জাব, কর্নাটক, কেরল, ছত্তিশগড়ে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। গত তিন মাসে সবচেয়ে বেশি করোনা সংক্রমণ হয়েছে মহারাষ্ট্রের বিদর্ভে। করোনা নিয়ন্ত্রণে আনতে হিঙ্গোলি, লাতুর, অমরাবতী,যবৎমল সহ একাধিক জায়গায় লকডাউন জারি করেছে মহারাষ্ট্র সরকার। তামিলনাড়ু করোনা সংক্রমণ রুখতে লকডাউনের ৩১ মার্চ পর্যন্ত বাড়িয়েছে।