দুবাই: ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে দুরন্ত ফর্মে থাকার পুরস্কার পেলেন রোহিত শর্মা৷ আইসিসি টেস্ট ব্যাটিং ব়্যাংকিংয়ে ৬ ধাপ এগিয়ে আট নম্বরে উঠে এলেন ভারতীয় ওপেনার৷ কেরিয়ারে এটাই সেরা টেস্ট ব়্যাংকিং মুম্বইকরের৷ অর্থাৎ টেস্ট ব্যাটসম্যান হিসেবে প্রথমবার প্রথম দশে ঢুকে পড়লেন ‘হিটম্যান’৷ ইংরেজদের বিরুদ্ধে চার টেস্টের সিরিজে বল হাতে দুরন্ত পারফর্ম করে বোলারদের মধ্যে তিন নম্বরে উঠে এসেছেন রবিচন্দ্রন অশ্বিন৷
প্রথম দশের মধ্যে রয়েছেন আরও দুই ভারতীয় ব্যাটসম্যান৷ ক্যাপ্টেন বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারা৷ পাঁচ নম্বরে নিজের স্থান ধরে রেখেছেন কোহলি৷ তবে প্রথম স্থান ধরে রেখেছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন৷ ৯১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন কিউয়ি ক্যাপ্টেন৷ দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে স্টিভ স্মিথ (৮৯১) এবং মানার্স ল্যাবুশানে (৮৭৮)৷ চার নম্বরে রয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট (৮৫৩)৷ আর ৮৩৬ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছেন কোহলি৷ দু’ ধাপ পিছিয়ে ১০ নম্বরে রয়েছেন পূজারা৷
কিন্তু সবচেয়ে অগ্রগতি হয়েছে রোহিতের৷ ২০১৯ সাল থেকে টেস্ট ওপেনার হিসেবে আত্মপ্রকাশ করা মুম্বইয়ে এই ডানহাতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম দু’টি টেস্টে চোটের কারণে খেলতে পারেননি৷ অজিদের বিরুদ্ধে সিরিজের শেষ দু’টি টেস্টে পারফর্ম করার পর ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে রান পাননি রোহিত৷ কিন্তু দ্বিতীয় টেস্টে ১৬১ রানের ইনিংস খেলে ভারতকে জেতাতে বড় অবদান রাখেন তিনি৷ তারপর আমদাবাদে পিঙ্ক বল টেস্টেও ৬১ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন রোহিত৷ মোতেরার টার্নিং পিচে মাত্র দু’জন ব্যাটসম্যান হাফ-সেঞ্চুরির গণ্ডি টপকেছেন৷ তার মধ্যে একজন হলেন রোহিত৷ ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে এখনও পর্যন্ত ৩টি টেস্টে ২৯৮ রান এসেছে হিটম্যানের ব্যাট থেকে৷
বোলারদের মধ্যে শীর্ষস্থান ধরে রেছেন অজি পেসার ব্যাট কামিন্স৷ ৯০৮ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছেন তিনি৷ দু’ নম্বরে রয়েছেন নেল ওয়াগনার (৮২৫)৷ তবে ইংল্যান্ডের বিরুদ্ধে ধারাবাহিক সাফল্যের ফলে চার ধাপ এগিয়ে তিন নম্বরে উঠে এসেছেন অশ্বিন৷ প্রথম দশে থাকা তিনিই একমাত্র স্পিনার৷ সম্প্রতি একাধিক ম্যাচ-উইনিং পারফরম্যান্স করেছেন এই তামিল অফ-স্পিনার৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি টেস্টে ১৩টি উইকেট নেওয়া অশ্বিন ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে তিনটি টেস্টে এখনও পর্যন্ত ২৪টি উইকেট নিজের ঝুলিতে পুরেছেন৷ আমদাবাদে পিঙ্ক বল টেস্টেই টেস্ট কেরিয়ারে চারশো উইকেটের মাইলস্টোন ছুঁয়েছেন অশ্বিন৷
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.