আইএসএলে লিগশীর্ষে থাকার লড়াইয়ে প্রথমার্ধে পিছিয়ে বাগান

আইএসএলের গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে ব্যাম্বোলিমের জিএমসি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে এটিকে মোহনবাগান ও মুম্বই সিটি এফসি। এই ম্যাচ যেমন ঠিক করে দেবে শীর্ষে থেকে কারা লিগ শেষ করবে, তেমনই সেমিফাইনালে কে কার প্রতিপক্ষ তাও চূড়ান্ত হয়ে যাবে। প্রথমার্ধে দুই গোলে এগিয়ে রয়েছে মুম্বই।

প্রথম থেকে দুই দলই গোলের জন্য ঝাঁপায়। ৪ মিনিটের মাথায় রয় কৃষ্ণর শট রুখে দেন মুম্বই গোলকিপার অমরিন্দর। মোর্তাদা ফল ক্লিয়ার করতে গেলে তাঁর ভুলে বল ডেভিড উইলিয়ামসের পায়ে লেগে চলে যায় কৃষ্ণর পায়ে। কৃষ্ণর জোরালো শট বাঁচান অমরিন্দর। যদিও এই ভুলের প্রায়শ্চিত্ত ফল করেন তিন মিনিট পরেই। আহমেদ জাহুর মাপা ফ্রি কিকে মাথা ছুঁইয়ে এটিকে মোহনবাগানের জালে অনবদ্যভাবে বল জড়িয়ে দেন ফল। ১৯ মিনিটে সবুজ মেরুন সমস্যায় পড়ে সন্দেশ ঝিঙ্গান চোট পেয়ে বেরিয়ে যেতেই। তাঁর পরিবর্তে নামেন প্রবীর দাস।

কার্ড সমস্যায় এই ম্যাচে শুভাশিস বোসকে পায়নি এটিকে মোহনবাগান। প্রথম একাদশে দুটি পরিবর্তন করেন কোচ আন্তেনিয়ো লোপেজ হাবাস। শুভাশিসের পরিবর্তে শুরু করেন প্রণয় হালদার। জাভিয়ার হার্নান্ডেজের জায়গায় প্রথম একাদশে সবুজ মেরুন কোচ নামান মার্সেলিনহোকে। মুম্বইয়ের প্রথম একাদশে তিনটি পরিবর্তন করেছেন কোচ সের্জিও লোবেরা। মেহতাব সিং, ভিগনেশ ও গড়ার্ডের পরিবর্তে প্রথম একাদশে তিনি রাখেন মন্দর রাও দেশাই, হার্নান সান্তানা ও প্রাঞ্জল ভূমিজকে। এই ম্যাচ ড্র রাখতে পারলে লিগশীর্ষে থেকে শেষ করবে এটিকে মোহনবাগান। অন্যদিকে, লিগশীর্ষে উঠে লিগ শিল্ড জয় ও এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্যায়ে খেলার সরাসরি যোগ্যতা অর্জনে এই ম্যাচ জিততেই হবে মুম্বই সিটি এফসিকে। দুই দলের প্রথম সাক্ষাতে ওগবেচের গোলে শেষ হাসি হেসেছিল মুম্বই। ফলে মুম্বই জিতলে দু-দলের পয়েন্ট সমান হলেও লিগশীর্ষ থেকে স্থানচ্যূত হবে সবুজ মেরুন। ২২ মিনিটে মার্সেলিনহোর শট প্রতিহত হয়।

এটিকে মোহনবাগান বিপক্ষ রক্ষণে চাপ তৈরি করলেও এগিয়ে থাকা মুম্বই সিটি এফসি-ও প্রতি আক্রমণে গিয়ে সুযোগ তৈরি করতে থাকে। ৩৯ মিনিটে ওগবেচের গোলে মুম্বই ব্যবধান বাড়ায়। এই ম্যাচের শেষেই নিশ্চিত হবে সেমিফাইনালে এটিকে মোহনবাগান ও মুম্বই সিটি-র প্রতিপক্ষ কে হবে। তিনে রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড। আজ হায়দরাবাদ এফসি-র সঙ্গে শেষ ম্যাচ ড্র করে চার নম্বর জায়গাটি ধরে রেখেছে এফসি গোয়া।

More ISL 2020 21 News