হেভিওয়েট ফ্যাক্টর ও কাটোয়ায় বিক্ষোভ
পূর্ব বর্ধমানের কাটোয়ায় বিজেপির এক সভায় অর্জুন সিংয়ের যোগ দেওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে অর্জুন সিং সেখানে না আসায় প্রবল অসন্তোষ ও বিক্ষোভ দেখা দিতে শুরু করে বিজেপি কর্মীদের অসন্তষের জেরে।
কেন ক্ষুব্ধ বিজপি কর্মীরা?
প্রসঙ্গত কাটোয়ার কৈচর হাটতলায় বিজেপি কর্মীদের দাবি, ২০১৭ সাল থেকে বারবার বড় নেতা আসবে স্থানীয় সভায় বলে যাচ্ছে দল। তবে আজ পর্যন্ত তা হয়নি। এদিকে, অর্জুন সিংয়ের মতো হেভিওয়েট আসবে বলে স্থানীয় নেতৃত্ব টাকাও তুলেছে বলে জানা যাচ্ছে। তবে তার পরেও হেভিওয়েটদের দেখা না মেলায় এদিন স্থানীয় বিজেপি নেতাদের ক্ষোভের মুখে পড়েন কাটোয়া জেলা সভাপতি।
৭ থেকে ৮ লাখ টাকা ও বিজেপির ক্ষোভ
বিজেপি কর্মীদের ক্ষোভ নেতৃত্ব ৭ থেকে ৮ লাখ টাকা জনগণের কাছ থেকে তুলে আত্মসাৎ করেছে স্থানীয় নেতৃত্ব। তবে একবারের জন্যও স্থানীয় সভায় হেভিওয়েটদের আনতে পারেনি। সেই টাকা কাটোয়ার জেলা সভাপতিকে ফেরৎ দিতে হবে বলে দাবি করেছেন বিজেপি কর্মীরা।
সভায় সুনীল মণ্ডলের ব্যাখ্যা
এদিকে, কর্মীদের অসন্তোষকে খানিকটা প্রশমিত করার চেষ্টা করেন সভায় উপস্থিত সুনীল মণ্ডল। তিনি জানান, গোটা পরিস্থিতি সম্পর্কে তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। এছাড়াও অর্জুন সিং সভায় কেন অনুপস্থিত তার ব্যাখ্যাও দেন তিনি। শোনা যায়, সভায় বক্তব্য রাখতে উঠে সুনীল মণ্ডল বলে ফেলেন, 'একুশে তৃণমূল সরকরা গঠন করবে'। একটি সূত্রের খবর, সুনীল মণ্ডলের ভুল ভাষণের জন্য পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।