ইসকন মন্দিরে গিয়ে পুজো ও আরতি করেন
এদিন বেলা ১২টা নাগাদ ইসকন মন্দিরে গিয়ে পুজো ও আরতি করেন বিজেপি নেতা শুভেন্দু। এদিন হুগলির ডানকুনিতে জনসভা করার কথা শুভেন্দু অধিকারীর। সভায় উপস্থিত থাকবেন রাজীব বন্দ্যোপাধ্যায় ও অর্জুন সিং। এদিকে জানা গিয়েছে বিজেপির রাজ্য কমিটিতে নাম থাকতে চলেছে শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষাল, রথীন চক্রবর্তী, সুনীল সিংদের।
রাজ্য সংগঠনে আরও গুরুত্ব বাড়ল শুভেন্দুর
রাজনৈতিক বিশেষজ্ঞদের মত, নির্বাচনের আগে সদ্য বিজেপিতে আসা নেতাদের মন জয় এবং গুরুত্ব বাড়াতেই রাজ্য কমিটিতে শুভেন্দু-রাজীবদের নাম জুড়ছে শীর্ষ নেতৃত্ব। নতুন কমিটির বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। সেই লিখিত নির্দেশিকায় তাঁদের রাজ্য কমিটিতে নেওয়ার বিষয়ে স্পষ্ট হয়েছে। আগেই এই সমস্ত নেতৃত্ব বিজেপির কোর কমিটিতে জায়গা পেয়েছিলেন। এবার তাদের বিজেপির রাজ্য কমিটিতেও নেওয়া হচ্ছে।
রাজ্য কমিটিতে রয়েছেন আরও যাঁরা
রাজ্য কমিটিতে থাকছেন শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষাল, রথীন চক্রবর্তী, সুনীল সিং। তাঁরা প্রত্যেকেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। বিজেপি সূত্রে জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনের আগে নব্য বিজেপিতে মন জয় করতে চাইছে বিজেপি। কারণ, তাদের দলে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। ২০২১-র নির্বাচনে নব্য বিজেপি কর্মীদের দলে গুরুত্ব বাড়িয়ে বিধানসভা ভোটের বৈতরণী পার করতে চাইছে বিজেপি।
জোরকদমে শুরু হয়েছে ভোটের প্রচার
এদিকে ভোটের নির্ঘণ্ট প্রকাশ হতেই রাজনৈতিক দলগুলি জোরকদমে শুরু করেছে ভোটের প্রচার। এরই মধ্যে দেওয়ালে পদ্মফুল আঁকলেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী মনসুখ মান্ডব্য। গতকাল পূর্ব মেদিনীপুরের মেচেদায় কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রীর হাত ধরে দেওয়াল লিখন শুরু করল বিজেপি।
পূর্ব মেদিনীপুর জেলায় ২ দফায় ভোট
গতকাল ৫টি রাজ্যের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হয়েছে। তারমধ্যে পশ্চিমবঙ্গ একটি। এবার ৮ দফায় নির্বাচন হবে পশ্চিমবঙ্গে, জানিয়েছে নির্বাচন কমিশন। পূর্ব মেদিনীপুর জেলায় ২ দফায় ভোট হবে। ২৭ মার্চ প্রথম দফার ভোট শুরু হবে রামনগর, এগরা, দক্ষিণ কাঁথি, উত্তর কাঁথি, খেজুরি, পটাশপুর, ভগবানপুর। ১ এপ্রিলে দ্বিতীয় দফার ভোট শুরু হবে চণ্ডীপুর, নন্দীগ্রাম, নন্দকুমার, তমলুক, মহিষাদল, হলদিয়া, ময়না, পূর্ব পাঁশকুড়া, পশ্চিম পাঁশকুড়া।