'বেটি পরায়া ধন, এই বার বিদায় নেবে', টুইট বিতর্কে বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়

ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই রাজনৈতিক পারদ অন্য মাত্রায় পৌঁছে গিয়েছে বাংলায়। ময়দানে এক প্রকার ঝাঁপিয়ে পড়েছেন বিজেপি নেতারা। বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় টুইট করেছেন 'বেটি পরায়া ধন'। তৃণমূল কংগ্রেসের 'বাংলা নিজের মেয়েকে চায়' স্লোগানকে কটাক্ষ করেই সাংসদ বাবুল সুপ্রিয়র এই টুইট। এই নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিেয়ছে রাজনৈতিক মহলে। সকালে আবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দাবি করেছেন বিজেপি সরকার গড়লে এক দফায় ভোট হবে রাজ্যে।

বাবুলের বিতর্কিত টুইট

দিলীপ ঘোষের পর এবার বিতর্কে বেজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। তৃণমূলের বাংলার মেয়েকেই চায় স্লোগানকে কটাক্ষ করে বাবুল সুপ্রিয় টুইট করেছেন বেটি পরায়া ধন, এই বার বিদায় নেব। সঙ্গে রেখেছে অমিত শাহ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। এই টুইট সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক সমালোচনা। বিজেপি সাংসদের টুইট ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়ে গিেয়ছিল। কয়েকদিন আগে বিজেপি সাংসদ দাবি করেছিলেন বাংলা নিজের মেয়েকেই চায়, পিসিকে চায় না। বলাই বাহুল্য এক্ষেত্রে তাঁর ইঙ্গিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই।

দিলীপ ঘোষেক বিতর্কিত মন্তব্য

শনিবার সকালেই আবার বিতর্কিত মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বালুর ঘাটের চা চক্রে তিনি বলেছেন বিজেপি ক্ষমতায় এলে এক দিনে ভোট করাবে। এই নিয়ে আবার পাল্টা আক্রমণ শানিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কটাক্ষ করে তিনি বলেছেন রাজ্য সরকার কখনও ভোটের দিন ঠিক করে না। দিবা স্বপ্ন দেখছে বিজেপি। প্রসঙ্গত উল্লেখ্য বাংলায় কেন আট দফা ভোট করা হয়েছে তা নিয়ে আক্রমণ শানিয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রশান্ত কিশোরের টুইট

শনিবার সকালেই তৃণমূলের ভোটগুরু প্রশান্ত কিশোর টুইট করে এক প্রকার বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। গণতন্ত্র রক্ষা লড়াই বাংলা থেকেই শুরু হবে। ২ মে মিিলয়ে নেবেন বলে টুইটে লিখে বাংলার মেয়েকেই চাই স্লোগানের একটি ছবি টুইট করেন প্রশান্ত কিশোর। ভোটের আগে থেকেই প্রশান্ত কিশোরকে নিশানা করেই একের পর এক শাসক দলেন মন্ত্রী বিধায়ক দল ছেড়েছিলেন। তাই এবারের ভোট প্রশান্ত কিশোরের সম্মান রক্ষার ভোটের পরিণত হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।

হেরে ভুত হবে বিজেপি

যতই ৮ দফায় ভোট হোক এবার খেলা হবে। হেরে ভুত হয়ে যাবে বিজেপি। শুক্রবার ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর এমনই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেিপর কথা শুনেই পশ্চিমবঙ্গে ৮ দফায় ভোট ঘোষণা করেছে নির্বাচন কমিশন এমনও অভিযোগ করেছেন তিনি। এক একটি জেলায় একের অধিক দফায় ভোট করানো হচ্ছে রাজনৈতিক কৌশন নিয়েই এমনই অভিযোদ মমতার।

More BABUL SUPRIYO News