পার্টি অফিসে হামলা চালায় বিজেপিরই একাংশ
উল্লেখ্য, কিছুদিন আগেই জেলা সভাপতি সন্দীপ নন্দীর বিরুদ্ধে একাধিক অভিযোগে জেলা পার্টি অফিসে হামলা চালায় বিজেপির দলের একাংশ। তারপরেই রাজ্য নেতৃত্ব বিজেপির জেলা সভাপতিকে সেই ঘটনার জেরে শো-কজ করেছিল। সেই ঘটনার জেরেই তাকে বদল করা হল কি না সেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
কিছু বলতে চাননি বিদায়ী জেলা সভাপতি
যদিও বিদায়ী জেলা সভাপতি সন্দীপ নন্দী বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি। তিনি জানিয়েছেন, তাঁকে রাঢ়বঙ্গের বুথ পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে৷ এই দায়িত্ব আগের চেয়েও অনেক বড় দায়িত্ব। তাই বিধানসভা নির্বাচনে বিজেপি কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে বলে দাবি করেছেন সন্দীপ নন্দী।
বিজেপির ভোট ব্যাঙ্কে কোনও প্রভাব ফেলবে এই রদবদল?
জানা গিয়েছে গত লোকসভা নির্বাচনে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী এস এস আলুয়ালিয়ার জয়ের পিছনে উল্লেখযোগ্য অবদান ছিল সন্দীপ নন্দীর৷ নির্বাচনের আগে সেই জেলা সভাপতিকে সরিয়ে দেওয়ায় বিজেপির ভোট ব্যাঙ্কে কোনও প্রভাব ফেলবে কিনা সেই দিকে তাকিয়ে রাজনৈতিক মহল।
অস্বস্তিতে গেরুয়া শিবির
দলের একাংশের অভিযোগ, পুরোনো কর্মীদের সমস্যার কথা না শুনে জেলা সভাপতি তৃণমূল থেকে আসা কর্মীদের নিয়ে কাজ করে যাচ্ছেন। এমনকী তৃণমূল থেকে আসা বিজেপি কর্মীরা তাদের উপর অত্যাচার শুরু করেছে বলে অভিযোগ। এই বিষয়ে সন্দীপ নন্দীকে একাধিকবার জানানো হলেও তিনি সমস্যার সমাধান করেননি, বলছে পুরোনোরা।