সর্বকনিষ্ঠ আফ্রিদি
বিশ্বের সর্বকনিষ্ঠ ফাস্ট বোলার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে দ্রুত ১০০ উইকেটের মালিক হয়েছেন শাহিন আফ্রিদি। এর আগে ভারতীয় ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহের ঝুলিতে এই রেকর্ড গচ্ছিত ছিল। তা ছিনিয়ে নিলেন পাকিস্তানের বাঁ-হাতি ফাস্ট বোলার।
জসপ্রীত বুমরাহের প্রাক্তন রেকর্ড
মাত্র ২৩ বছর ৫৭ দিন বয়সে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ উইকেটের মালিক হয়েছিলেন জসপ্রীত বুমরাহ। ১৯ বছর বয়সে টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর অভিষেক হয়েছিল। মাত্র ৪ বছরেই এই ফর্ম্যাটে উইকেটের নিরিখে শতক পূর্ণ করেছিলেন ভারতীয় ফাস্ট বোলার।
বুমরাহকে টপকে গেলেন আফ্রিদি
লাহোর কালান্দার্সের অন্যতম সদস্য শাহিন আফ্রিদি মুলতান সুলতানসের বিরুদ্ধে পাকিস্তান সুপার লিগের এক ম্যাচে উইকেট নিয়ে ১০০-এর ক্লাবে প্রবেশ করেন। মাত্র ২০ বছর ৩২৬ দিন বয়সে তিনি এই কীর্তির অধিকারি হয়ে টপকে গিয়েছেন জসপ্রীত বুমরাহকে।
পাক দলের হয়ে শাহিন
২০ বছরের শাহিন আফ্রিদি পাকিস্তানের হয়ে এখনও পর্যন্ত ১৫টি টেস্ট, ২২টি ওয়ান ডে ও ২১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তিন ফর্ম্যাট মিলিয়ে তিনি ১১৭টি উইকেট নিয়েছেন। পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টিতে ২৪ উইকেট নিয়েছেন শাহিনশাহ আফ্রিদি।