'খেলনা মেলা ২০২১', শিশু মনের বিকাশের অন্যতম মাধ্যম, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী

২০২১ ভারতীয় খেলনা মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভার্চুয়াল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন শিশু মনের বিকাশের অন্যতম মাধ্যম খেলনা। শিশুদের অনেক কিছু শেখানো যায় খেলনার মাধ্যমে। ২০২০ সালের অগস্ট মাসে মন কি বাত অনুষ্ঠানে প্রথম এই শিশু মনের বিকাশে খেলনার ভূমিকা নিয়ে কথা বলেছিলেন তিনি। এই খেলনা মেলা তাঁরই উদ্যোগে আয়োজন করা হয়েছে বলা চলে। প্রধানমন্ত্রী মোদীর সেই ভাবনার কথা মাথায় রেখেই এর আয়োজন। ২৭ ফেব্রুয়ারি থেরে ২ মার্চ পর্যন্ত চলবে এই খেলনা মেলা।

এই মেলার মাধ্যমে যেমন ব্যবসায়ীক লাভ হবে তেমনই একই মঞ্চে শিশু, শিক্ষক, ব্যবসায়ী এবং প্রস্তুতকারক সংস্থাগুলিও আসতে পারবেন। প্রায় ১০০০ জন প্রদর্শনী নিয়ে সািজয়ে বসেছেন। ৩০ টি রাজ্যে এবং কেন্দ্র শাসিত অঞ্চল থেকে এসেছেন তাঁদের খেলনার পসরা নিয়ে। ভারতের পুরাতন প্রাচীন ধারার খেলনার সঙ্গে আধুনিক প্রযুক্তিতে তৈরি খেলনা একই মঞ্চে প্রদর্শনের সুযোগ পাচ্ছে। মাটি, কাঠ, পাথর,রবার থেকে শুরু করে অত্যাধুনিক রিমোর্ট টালিত খেলনাও প্রদর্শিত হচ্ছে এই মেলায়।

শুধু খেলনার প্রদর্শনী নয় এই মেলায় একাধিক আলোচনার আয়োজন করা হয়েছে। সেখানে শিক্ষা ক্ষেত্রে কীভাবে খেলনার ব্যবহার করা যায় সেটা নিয়ে েযমন আলোচনা হচ্ছে। তেমনই নতুন কোনও খেলনা কীভাবে তৈরি করা যায় তা নিয়েও আলোচনা চলছে। ছাত্রছাত্রীরাও এই মেলায় বিভিন্ন অ্যাক্টিভিটিতে অংশ নিতে পারবেন।

More INDIA News