এসসি ইস্টবেঙ্গলের সম্ভাব্য প্রথম একাদশ
সুব্রত পাল (গোলরক্ষক), স্কট নেভিল, নায়ারণ দাস, রাণা ঘরামী, অঙ্কিত মুখোপাধ্যায়, স্বার্থক গোলুই, সৌরভ দাস, আন্টোনি পিলকিংটন, জ্যাকুয়াস মাঘোমা, মাট্টি স্টেইনম্যান, ব্রাইট এনোবাখারে।
এসসি ইস্টবেঙ্গলের সম্ভাব্য ছক
চলতি আইএসএলে নিজেদের শেষ ম্যাচে ওড়িশা এফসি-র বিরুদ্ধে ৩-৫-২ ছকে দল সাজাতে পারে এসসি ইস্টবেঙ্গল। দলের স্ট্রাইকিং লাইন আপে থাকতে পারেন আন্টোনি পিলকিংটন ও ব্রাইট এনোবাখারে।
ওড়িশা এফসি-র সম্ভাব্য একাদশ
অর্শদীপ সিং (গোলরক্ষক), মহম্মদ সাজিদ ধট, গৌরব বোরা, জ্যাকব ট্রট, স্টিভেন টেলর, রাকেশ প্রধান, ব্রাডেন ইনম্যান, ভিনিত রাই, জেরি, ড্যানিয়েল লালহিমপুইয়াঁ, ম্যানুয়েল ওনউ।
ওড়িশা এফসি-র সম্ভাব্য ছক
এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে আজকের ম্যাচে ৪-৪-২ ছকে দল সাজাতে পারে ওড়িশা এফসি। প্রতি আক্রমণ নির্ভর রণনীতিতে বাজিমাত করতে মাঠে নামতে পারে কলিঙ্গ যোদ্ধারা।